শুক্রবার , ২৪ এপ্রিল ২০২০ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

করোনার ভুল তথ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের মিডিয়া সেল গঠন

Paris
এপ্রিল ২৪, ২০২০ ৪:০৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

কোভিড-১৯ সংক্রান্ত তথ্য প্রচার, প্রেস ব্রিফিং, জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার, করোনা সংক্রান্ত ভুল তথ্য সংশোধন সংক্রান্ত বিষয়াদি পর্যবেক্ষণ ও ব্যবস্থা গ্রহণের জন্য মিডিয়া সেল গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠিত ৫ সদস্যবিশিষ্ট এ সেল বৃহস্পতিবার থেকে মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট হিসেবেও কাজ শুরু করেছে।

স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন)হাবিবুর রহমান খানকে আহ্বায়ক ও মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধানকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।

কমিটির অন্য সদস্যবৃন্দ হচ্ছেন- স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) রীনা পারভীন, স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম-সচিব (জনস্বাস্থ্য) নেগম নীলুফার নাজনীন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়র সিস্টেম এনালিস্ট আহমেদ লতিফুল ইসলাম।

মন্ত্রণালয়ের উপ-সচিব খন্দকার জাকির হোসেন স্বাক্ষরিত পত্রে কমিটির কাজের পরিধি ও ব্যাপ্তিও উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনা করে কমিটি স্বাস্থ্যমন্ত্রী ও সচিবকে অবহিত করবে, মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে অবহিত করতে নিয়মিত ব্রিফিং ও সব ধরনের মিডিয়াকে অবহিত করবে।

এছাড়া কোনো সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে কোনো ভুল, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক তথ্য, ছবি, মন্তব্য প্রকাশিত হলে সে বিষয়ে সংশোধন, ব্যাখ্যা, মন্ত্রণালয়ের বক্তব্য প্রস্তুত করে তা কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রচার ও প্রকাশের ব্যবস্থা করবে।

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - জাতীয়