বুধবার , ১০ জুন ২০২০ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

করোনা সংক্রমণে চীনের পরই বাংলাদেশ

Paris
জুন ১০, ২০২০ ৫:৫০ অপরাহ্ণ

বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আক্রান্তের দিক দিয়ে প্রতিদিনই রেকর্ড হচ্ছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তালিকা অনুযায়ী বিশ্বে করোনায় সংক্রমণের দিক দিয়ে চীনের পরই বাংলাদেশের অবস্থান।

বুধবার দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় শনাক্তের সংখ্যা ৩ হাজার ১৯০ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ৮৬৫ জন। গত ২৪ প্রাণ হারিয়েছেন ৩৭ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ১২ জন।

ওয়ার্ল্ডওমিটারসের দেয়া তালিকা অনুযায়ী, ৭৪ হাজার ৮৬৫ জন আক্রান্ত নিয়ে বাংলাদেশ ১৯ তম অবস্থানে রয়েছে। আর চীন ৮৩ হাজার ৪৬ জন আক্রান্ত নিয়ে ১৮ নম্বরে অবস্থান করছে। তবে দেশটিতে মৃত্যুর সংখ্যা চার হাজার ৬৩৪ জন।

বিশেষজ্ঞদের ধারণা, দেশে যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে ২-৩ দিনের মধ্যেই চীনকে আক্রান্তের দিক দিয়ে টপকে যাবে বাংলাদেশ।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়। পরে এটি সারা বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত ভাইরাসটি বিশ্বের ২১০ টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে।

বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৭৩ লাখ ৪২ হাজার ৭৭৪ জন। আর এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখ ১৪ হাজার ১২৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৬ লাখ ২০ হাজার ১০৭ জন।

সর্বশেষ - জাতীয়