সোমবার , ৭ মার্চ ২০২২ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কবর ছাড়া তোমাদের জন্য কোনো শান্তি নেই: রুশ সেনাদের জেলেনস্কি

Paris
মার্চ ৭, ২০২২ ১১:৫৬ পূর্বাহ্ণ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ সেনাদের হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, তাঁর বাহিনী কিয়েভের ভূখণ্ডে যুদ্ধাপরাধকারী রুশ সেনাকে ‘কবরের দিকে তাড়া করবে’।

কিয়েভ থেকে ইউক্রেনীয় জনগণের কাছে তার নিয়মিত রাতের ভাষণে জেলেনস্কি মস্কোর সেনাদের কাছে কড়া বার্তা দেন। তিনি রুশ সেনাদের সতর্ক করে দিয়ে বলেন, ইউক্রেনে আক্রমণের সময় পরিকল্পিত হত্যার জন্য তারা ‘বিচারের দিনের’ মুখোমুখি হবে।

জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনে এরকম কত পরিবার মারা গেছে? আমরা ক্ষমা করব না।

আমরা ভুলব না। এই যুদ্ধে যারা নৃশংসতা করেছে আমরা তাদের সবাইকে শাস্তি দেব। আমাদের এই মাটিতে। ’

‘কবর ছাড়া এই পৃথিবীতে তোমাদের জন্য কোনো শান্ত জায়গা থাকবে না। ’

‘মনে হচ্ছে রাশিয়ার সেনারা ইতোমধ্যে যা করেছে তা তাদের জন্য যথেষ্ট নয়। এত মানুষের ধ্বংস হয়ে যাওয়া নিয়তি, ছিন্নভিন্ন জীবন তাদের জন্য যথেষ্ট নয়। তারা আরো বেশি হত্যা করতে চায়। ’

জেলেনস্কি পশ্চিমা নেতাদের প্রতি মস্কোর বিরুদ্ধে আরো দৃঢ় পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান। তিনি বলেন, ‘আগ্রাসনকারীর দুঃসাহস স্পষ্টভাবেই বলছে রাশিয়ার বিরুদ্ধে চলমান নিষেধাজ্ঞা যথেষ্ট নয়। ’

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক