শনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কক্সবাজারে মধ্যরাতে পাহাড় ধস, একই পরিবারের ৩ জনের মৃত্যু

Paris
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৭:৪৪ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজায় পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার ঝিলংঝা ইউনিয়নের দক্ষিণ ডিককুল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দক্ষিণ ডিককুলের মিজানুর রহমানের স্ত্রী আখি মনি এবং তার দুই শিশুকন্যা মিহা জান্নাত নাঈমা ও লতিফা ইসলাম।

প্রতিবেশীরা জানান, রাতে ২টার দিকে ভারী বৃষ্টি হওয়ার সময় মিজানের বাড়ির দিক থেকে একটি পাহাড় ধসের বিকট শব্দ শোনা যায়।

পরে তারা গিয়ে দেখে, মিজানের পুরো পরিবার মাটিচাপা পড়েছে। তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করা হয়। পরে দমকল বাহিনীর সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালিয়ে স্ত্রী ও দুই শিশু মেয়ের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় এলাকাবাসী জানান, মিজানের বাড়িটি পাহাড়ের পাদদেশে।

বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে মাটি নরম হয়ে যায়। পরে মধ্যরাতে ওপর থেকে পাহাড় ধসে তার বাড়িতে পড়ে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতউল গনি ওসমানী জানান, ‘একই পরিবারের তিন জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।’ ভারি বর্ষণের সময়ে পাহাড়ে বসবাসকারী সবাইকে নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে অনুরোধ করেন তিনি।

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - জাতীয়