বৃহস্পতিবার , ১৭ জানুয়ারি ২০১৯ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘এ্যালা ঘর পায়া হামার ভালো হইছে’

Paris
জানুয়ারি ১৭, ২০১৯ ৪:২৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অন্ধ আফজাল ভিক্ষে করে জীবন-জীবিকা চালান। পৈত্রিক ভিটে গুজিমারীর চরে চলছিল তাদের সংসার। ব্রহ্মপূত্র নদের করাল গ্রাসে একদিন সব কিছু হারিয়ে আশ্রয় নেন অন্যের জায়গায়। এভাবে ৪ বার ভাঙনের শিকার হয়ে আশ্রয় নেন উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামে। এখানে ২ সন্তান নিয়ে ঝুপড়ি ঘরে মানবেতর জীবন কাটাতে থাকেন। বর্তমানে প্রধানমন্ত্রীর আশ্রায়ন কর্মসূচীর আওতায় ‘জমি আছে, ঘর নাই’ প্রকল্পের মাধ্যমে ঘর পেয়ে খুশি পরিবারটি।

ঘর পেয়ে অসহায় অন্ধ আফজাল বলেন, আজ শান্তিতে ঘুমাতে পারছি। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমাদের মতো সহায় সম্বলহীন পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য। উপজেলার হাতিয়া ইউনিয়নের চলাঞ্চলের পরিবারসহ দূর্গাপুর ইউনিয়নের ৪০০ পরিবার প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেয়েছেন। ঘর পেয়ে খুশি এসব গৃহহীন পরিবার গুলো।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আশ্রায়ন কর্মসুচীর আওতায় জমি আছে ঘর নাই প্রকল্পের অধিনে উপজেলার নদী ভাঙ্গন কবলিত হাতিয়া ইউনিয়নে ২০০ ও দুর্গাপুর ইউনিয়নের ২০০ পরিবারের মাঝে একটি করে আধাঁ পাঁকা ঘর নির্মান করে দেয়া হয়েছে। রবি দাস সম্প্রদায়সহ নদী ভাঙ্গনের শিকার পরিবারগুলো যাদের জমি আছে ঘর নাই তাদের এ কর্মসুচীর আওতায় আনা হয়েছে। প্রতিটি ঘর নির্মান করতে ব্যয় হয়েছে প্রায় লক্ষাধিক টাকা।

হাতিয়া গ্রামের বাসিন্দা বিধবা তারামনী রবিদাস (৬৫) এর সাথে কথা হলে তিনি জানান, নদী হামার সইগ ভাঙ্গি নিয়ে গেইছে। ১৫ বছর থাকি মাইনষের জাগাত আছনোং, এ্যালা ঘর পায়া হামার ভালো হইছে। আইতত শান্তিতে নিন্দ পারবের পাই।

কথা হয় ওই এলাকার মনা রাম (৬০), আজিবে (৫০), মজিবর (৬০), শহীদুল ইসলাম (৬২), ভ্যান চালক নুরুজ্জামান (৫০) ও মঞ্জিলে বেওয়া (৩৫) সহ অনেকের সাথে। তারা ঘর পেয়ে অনেক খুশি।

তারা বলেন, অনেক কিছু সাহায্য পাইছি, কিন্তু ঘর পাব এমন আশা কখনও করিনি। আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দীর্ঘজীবি করুক।

হাতিয়া ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন বলেন , বাঁধের রাস্তায় আশ্রিত ২ হাজার পরিবার উচ্ছেদের পর মানবেতর জীবন-যাপন করছেন। আগামীতে এসব দুস্থ্য, নদী ভাঙ্গা ও অসহায় পরিবার গুলোর মাথা গোঁজার ঠাঁই হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর এ প্রকল্পের মাধ্যমে ঘরের ব্যবস্থা করবেন।

উপজেলা প্রকল্প বাস্থবায়ন অফিসার রবিউল ইসলাম জানান, চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় সব মানুষকে ঘর দেয়া সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের জানান, চাহিদা অনুযায়ী তালিকা করা হয়েছে। বরাদ্দ সাপেক্ষে বাকীদের পর্যায়ক্রমে এ প্রকল্পের আওতায় আনা হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চরম অর্থনৈতিক মন্দা এড়াতে ব্রাসেলসে ইইউ নেতারা

বাঘায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ৫ জনকে কুপিয়ে জখম

বাদশা নির্বাচিত না হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে : মেয়র লিটন

আপনার জন্য মৃত্যুকে বরণ করে নেবো: প্যারেডে সেনাদলের হুঙ্কার

অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস মারা গেছেন

প্রতিরক্ষা খাতে অতিরিক্ত ৫৪০০ কোটি ডলার বরাদ্দের সিদ্ধান্ত ট্রাম্পের

সতর্কবার্তা ইউক্রেনের প্রধানমন্ত্রীর ‘ইউক্রেন হারলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে’

৩৯২ দিন, ১০৫৮ মিনিট পর সুয়ারেজ!

ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখতে ব্যাকআপ দিচ্ছে সামিট কমিউনিকেশনস

বাংলাদেশের গণমাধ্যমে ‘সেলফ সেন্সরশিপের’ অভিযোগ