বৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০২৪ | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

এমন মুহূর্তের অপেক্ষায় ছিলেন জ্যোতিরা

Paris
অক্টোবর ৩, ২০২৪ ৯:৫৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দীর্ঘ ১০ বছর ধরে এমন মুহূর্তের অপেক্ষায় ছিল বাংলাদেশ নারী দল। স্কটল্যান্ডের বিপক্ষে ১৬ রানের জয় পাওয়ার পর এমনটি জানিয়েছেন নিগার সুলতানা জ্যোতি।

২০১৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের মেয়েরা জয় পাননি। এবার সেই খরা কাটিয়েছেন তারা।

জয়ে দল খুশি জানিয়ে জ্যোতি বলেছেন, ‘দীর্ঘদিন ধরেই এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম আমরা। এবারই সেই মুহূর্ত এটা আমাদের মাথায় ছিল। এটা এমন এক উইকেট, যেখানে আমাদের মানিয়ে নিতে হয়েছে। শুরুতে ব্যাট করা সহজ ছিল না।

ইনিংসের শুরুটা ভালো হলেও ১১৯ রানের বেশি সংগ্রহ করতে পারেনি বাংলাদেশ। তবে এই সংগ্রহেও স্কটল্যান্ডকে আটকিয়ে দেওয়ার আত্মবিশ্বাস আগে থেকেই ছিল বলে জানান জ্যোতি। বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘সাথী রানি এবং শবনম মোস্তারির জুটিটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমাদের ভালো সংগ্রহ ছিল এবং নিজেদের ওপর বিশ্বাস ছিল।

আমাদের স্পিন আক্রমণ দুর্দান্ত। সঙ্গে মারুফ আক্তারও ভালো করেছে। তাই প্রতিপক্ষকে আটকিয়ে দিতে আমরা আত্মবিশ্বাসী ছিলাম।’
জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশের মেয়েদের পরের ম্যাচে প্রতিপক্ষ ইংল্যান্ড। আগামী ৫ অক্টোবর, শারজাতেই।

 

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - জাতীয়