সিল্কসিটিনিউজ ডেস্ক:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাঁশজানি সীমান্তে গরু পাচারের সময় বিএসএফের গুলিতে ভারতীয় এক নাগরিক নিহত হয়েছে।
সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে।
কুড়িগ্রাম-২২ বিজিবির উপঅধিনায়ক মেজর মোহাম্মদ আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত কিশোরের লাশ ভারতীয় পুলিশ নিয়ে গেছে। সীমান্তে টহল জোরদার করা হয়েছে।
খবর পেয়ে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে যায়। পরে বিএসএফ লাশটি ভারতীয় নাগরিক বলে সনাক্ত করে ভারতীয় পুলিশে হস্তান্তর করে।
স্থানীয়রা জানান, ভোরে গরু পার করার সময় বিএসএফ গুলি ছুড়লে ওই কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এসময় একটি গরুও পায়ে গুলিবিদ্ধ হয়।
বিজিবি ময়দান বিওপি কমান্ডার সুবেদার মো. রফিক জানান, নিহত কিশোর বাংলাদেশি না ভারতীয় এ নিয়ে প্রথমে সংশয় সৃষ্টি হয়। পরে বিএসএফ সদস্যরা লাশ সনাক্ত করে নিয়ে যায়।
ভুরুঙ্গামারী থানার ওসি ইমতিয়াজ কবির জানান, বর্তমানে ওই এলাকার পরিবেশ শান্ত রয়েছে।