সিল্কসিটিনিউজ ডেস্ক :
পাকিস্তানকে ফের হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করল অস্ট্রেলিয়া। দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার জয় ১৩ রানে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শনিবার (১৬ নভেম্বর) ১৪৭ রানের পুঁজি নিয়ে পাকিস্তানকে ১৩৪ রানে গুটিয়ে দেয় স্বাগতিকরা।
অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসকে ভাগ করা যায় দুই ভাগে। মাত্র ৩.১ ওভারে বিনা উইকেটে পঞ্চাশ ছুঁয়ে ফেলার পর পথ হারিয়ে ফেলে তারা। উড়ন্ত শুরুর পরও সংগ্রহটা তাই বড় হয়নি তাদের।
দারুণ বোলিংয়ে স্বাগতিকদের দেড়শর নিচে আটকে রাখেন হারিস রউফ, আব্বাস আফ্রিদি ও সুফিয়ান মুকিম। এই তিন জন মিলে ১২ ওভারে ৬০ রানে নেন ৯ উইকেট। আবার শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ মিলে ৮ ওভারে ৮৩ রান দিয়ে পাননি কোনো উইকেট।
রান তাড়ায় বিস্ময়করভাবে প্রথম ৯ ওভারে কোনো বাউন্ডারিই পায়নি পাকিস্তান। ১০ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলা দলকে লড়াইয়ে রাখেন উসমান খান ও ইরফান খান। উসমান ফিফটি করে ফেরার পর লড়াই চালিয়ে যান ইরফান। তবে জয় এনে দিতে পারেননি তিনি। সোমবার (১৮ নভেম্বর) হোবার্টে হবে শেষ ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৪৭/৯ (শর্ট ৩২, ফ্রেজার-ম্যাকগার্ক ২০, ইংলিস ০, ম্যাক্সওয়েল ২১, স্টয়নিস ১৪, ডেভিড ১৮, হার্ডি ২৮, বার্টলেট ৫, এলিস ১*, জনসন ০, জ্যাম্পা ০*; শাহিন আফ্রিদি ৪-০-৩৯-০, নাসিম ৪-০-৪৪-০, রউফ ৪-০-২২-৪, আব্বাস আফ্রিদি ৪-০-১৭-৩, মুকিম ৪-০-২১-২)
পাকিস্তান: ১৯.৪ ওভারে ১৩৪ (রিজওয়ান ১৬, বাবর ৩, ফারহান ৫, উসমান ৫২, সালমান ০, ইরফান ৩৭*, আব্বাস আফ্রিদি ৪, শাহিন আফ্রিদি ০, নাসিম ০, মুকিম ০, রউফ ২; জনসন ৪-০-২৬-৫, বার্টলেট ৪-০-১৮-১, স্টয়নিস ৩-০-২৭-০, জ্যাম্পা ৪-০-১৯-২, এলিস ৩.৪-০-৩০-০, ম্যাক্সওয়েল ১-০-১১-০)
ফল: অস্ট্রেলিয়া ১৩ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে প্রথম দুটির পর ২-০তে এগিয়ে অস্ট্রেলিয়া
ম্যান অব দা ম্যাচ: স্পেন্সার জনসন
সূত্র: বাংলাদেশ প্রতিদিন