শনিবার , ২২ অক্টোবর ২০২২ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

উগ্র ডানপন্থী মেলোনি ইতালির সরকার গঠন করছেন

Paris
অক্টোবর ২২, ২০২২ ৯:২৬ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

ইতালির উগ্র ডানপন্থী নেতা জর্জিয়া মেলোনি আনুষ্ঠানিকভাবে দেশের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব গ্রহণ করেছেন। তিনিই হবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইতালির সবচেয়ে ডানপন্থী সরকারের প্রধান।

জর্জিয়া মেলোনির ব্রাদার্স অব ইতালি দল কয়েক সপ্তাহ আগে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়।
অভ্যর্থনা জানান।

জর্জিয়া মেলোনি এবং তার সহযোগীরা প্রেসিডেন্ট সার্জিও মাতারেলার সঙ্গে দেখা করে বলেছেন, তারা ‘যত তাড়াতাড়ি সম্ভব’ শাসনক্ষমতা গ্রহণ করতে প্রস্তুত।

শনিবার ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা শপথ নেবেন।

মেলোনি খুবই বিপরীত মেরুর নেতা মারিও দ্রাঘির কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন।
করোনাভাইরাস এবং অর্থনৈতিক সংকটের প্রভাব থেকে বেরিয়ে আসার জন্য লড়াইরত দেশকে চালানোর জন্য মারিও দ্রাঘিকে দায়িত্ব দেওয়া হয়েছিল।

ন্যাটো সদস্য ইতালি ইউরোপীয় ইউনিয়নের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। মেলোনি তার পশ্চিমা মিত্রদের আশ্বস্ত করার চেষ্টায় বলেছেন, তার বৈদেশিক নীতিতে কোনো পরিবর্তন হবে না।

মেলোনির সরকারে মাত্তেও সালভিনির উগ্র ডান লিগ এবং সিলভিও বারলুসকোনির ডান ঘেঁষা ফোরজা ইতালিয়া অন্তর্ভুক্ত থাকবে।

 

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক