সিল্কসিটিনিউজ ডেস্ক :
ইসরায়েলের হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে দুই সেনা নিহত হয়েছেন। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, রবিবার ইসরায়েল তাদের একটি সামরিক পোস্ট সরাসরি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই ঘটনায় একজন সেনা ঘটনাস্থলেই নিহত হন এবং আরও তিনজন আহত হন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
লেবাননের হাসবায়া এলাকার মারি গ্রামে অবস্থিত ওই সামরিক পোস্টে হামলার কথা উল্লেখ করে সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি শত্রু আমাদের একটি সামরিক অবস্থান সরাসরি টার্গেট করেছে। এতে একজন সেনা নিহত এবং তিনজন আহত হয়েছেন। কিছু সময় পর আরও একটি বিবৃতিতে জানানো হয়, আহতদের মধ্যে দ্বিতীয় একজন সেনাও মারা গেছেন।
সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে সংঘাতের পর থেকে ইসরায়েলি গোলাবর্ষণে লেবাননের সেনাদের হতাহতের ঘটনা বাড়ছে। এএফপি’র হিসাব অনুযায়ী, ইসরায়েলের হামলায় সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত এক ডজনেরও বেশি লেবাননি সেনা নিহত হয়েছেন।
উল্লেখ্য, ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতের জেরে সীমান্ত অঞ্চলে উত্তেজনা তীব্রতর হচ্ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন