বৃহস্পতিবার , ২১ জুলাই ২০১৬ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইঞ্জিন উল্টে চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

Paris
জুলাই ২১, ২০১৬ ১১:৫৫ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: ফেনীর ফতেহপুর রেলওয়ে ক্রসিংয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মালবাহী ট্রেনের ইঞ্জিন উল্টে  চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে মহাসড়কের উপর ক্ষতিগ্রস্ত ইঞ্জিন ও ট্রাকটি পড়ে থাকায়  যানজটের সৃষ্টি হয়েছে।

রেলওয়ে জিআরপি পুলিশ জানায়, ভোর সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রাক মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলওয়ে ক্রসিংয়ে এলে ইঞ্জিল বিকল হয়ে পড়ে। এসময় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী একটি মালবাহী ট্রেন ফতেহপুর রেলওয়ে ক্রসিং পার হওয়ার সময় ট্রাকটিকে সজরে ধাক্কা দিলে ট্রেন থেকে ইঞ্জিনটি ছিটকে পড়ে যায়। এ ঘটনায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটিকে উদ্ধারে চট্টগ্রাম ও লাকসাম জংশন থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়না দিয়েছে। রিলিফ ট্রেনগুলি এলে ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি উদ্ধার করে ট্রেন চলাচল শুরু হবে বলে রেলওয়ে উপসহকারী প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান নিশ্চিত করেছে।

এদিকে মহাসড়কে যানজটের সৃষ্টি হওয়ায় ধীরগতিতে গাড়ি চলাচল করছে। যাত্রীবাহী ও পণ্যবাহী পরিবহন বিকল্প সড়ক দিয়ে যাতায়ত করছে।

সূত্র: বাংলামেইল

সর্বশেষ - জাতীয়