বৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইউসিএসআই ইউনিভার্সিটির সহ-উপাচার্য হলেন অধ্যাপক এনামুল হক

Paris
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ৭:৫১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের সহ-উপাচার্যের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. একে এনামুল হক। গত ১ সেপ্টেম্বর বরেণ্য এই অর্থনীতিবিদকে দায়িত্ব প্রদান করা হয়।

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে যোগদানের পূর্বে তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভাগীয় প্রধান ও অধ্যাপকের দায়িত্ব পালন করেন। ৩০ বছরের একাডেমিক ক্যারিয়ারে শিক্ষা ও গবেষণা কার্যক্রমের মাধ্যমে বিশ্ব জলবায়ু পরিবর্তন, কৃষি ও নগরায়ন বিষয়ে বিশেষ অবদান রেখেছেন তিনি।

অধ্যাপক ড. একে এনামুল হক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনপ্রাপ্ত ১২ সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটির অন্যতম প্রধান সদস্য। এছাড়াও তিনি এশিয়ান সেন্টার ফর ডেভেলপমেন্টের কার্যনির্বাহী পরিচালক এবং ইকোনমিক রিসার্চ গ্রুপের পরিচালক।

শিক্ষাজীবনে অধ্যাপক ড. একে এনামুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি কানাডার ইউনিভার্সিটি অব গুয়েলফ থেকে এগ্রিকালচারাল ইকোনোমিক্স ও ন্যাচারাল রিসোর্স ইকোনোমিক্স বিষয়ে স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - জাতীয়