মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘ইউনুস’র মামলা প্রত্যাহার হলে, তারেক রহমানের মামলা প্রত্যাহার হবে না কেন?’

Paris
নভেম্বর ১৯, ২০২৪ ৭:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন “প্রধান উপদেষ্টা ড. ইউনুস এর মামলা প্রত্যাহার হলে, তারেক রহমানের বিরুদ্ধে থাকা সকল মামলা প্রত্যাহার হবে না কেন? তিনি হাসিনা সরকার আমলে তারেক রহমান সহ সকল বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরীর রাণীবাজার মোড়ে
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর ও জেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

আব্দুস সালাম আরো বলেন, রাষ্ট্রের সংস্কার করতে চাইলে আগে উপদেষ্টা পরিষদ সংস্কার করতে হবে।
যাকে ইচ্ছা তাকে উপদেষ্টা নিয়ে নিলাম তা হবে না। এসব করার জন্য জনগণ আপনাদের ক্ষমতায় বসায়নি। তিনি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষনা করার আহবান জানান।

আব্দুস সালাম আওয়ামীলীগের নেতাকর্মীরা কিভাবে ভারতে অবস্থান করেন সেবিষয়ে সরকারের নিকট প্রশ্ন তোলেন। বিগত সরকারের দুর্নীতিবাজদের গ্রেফতার ও বিচার দাবি করেন।

এছাড়াও তিনি দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি হাতে লাঠি নিয়ে রাজপথে সরব থাকার আহবান জানান ।

সমাবেশ শেষে রানীবাজার মোড় থেকে শুরু হয় র্যালী। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে আলুপট্টি মোড়ে র্যালী শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট এরশাদ আলী এরশাদ ইশা, সদস্য সচিব মামুন অর রশিদ, জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপির নেতা গোলাম মোস্তফা মামুন, নুরুজ্জামান টিটু প্রমুখ।

 

সর্বশেষ - রাজশাহীর খবর