রবিবার , ২৭ অক্টোবর ২০২৪ | ১২ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইউটিউবারদের কারণে নেতৃত্ব ছাড়ছেন শান্ত: আশরাফুল

Paris
অক্টোবর ২৭, ২০২৪ ৯:১২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর শেষ ম্যাচ। তিনি আর অধিনায়কত্ব করবেন না বলে ইতোমধ্যে ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছেন। যদিও বিসিবির তরফ থেকে বলা হয়েছে, তারা এই বিষয়য়ে কিছুই জানে না। অধিনায়ক হওয়ার পর থেকেই শান্তর ব্যাটে রান নেই। ধারণা করা হচ্ছে, প্রবল চাপে পড়ে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিকে, সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মনে করেন, ইউটিউবারদের কারণেই শান্ত নেতৃত্ব ছাড়ছেন। সাবেক অধিনায়ক মনে করেন, টি-টোয়েন্টি বাদ দিয়ে বাকি দুই ফরম্যাটে শান্তকেই নেতৃত্বে রাখা উচিত।

শান্তর নেতৃত্ব ছাড়ার পেছনে অনেক কারণই বাতাসে ভাসছে। সামাজিক মাধ্যমে বেশ চর্চিত কথা হচ্ছে, ফেসবুকে স্ট্যাটাস নিয়ে মন্তব্য করার জেরেই নেতৃত্ব হারাচ্ছেন তিনি। তবে এই ব্যাপারে কোন সত্যতা পাওয়া যায়নি। বিসিবিও স্বীকার করেনি তার নেতৃত্ব ছাড়ার বিষয়টি।

এ বিষয়ে টিভি চ্যানেল ‘নিউজ টোয়েন্টিফোর’কে দেওয়া এক সাক্ষাৎকারে আশরাফুল বলেছেন, ‘যখন তিনটা ফরম্যাটই খেলবেন, পারফরম্যান্স হবে না, এখন সোশ্যাল মিডিয়া চলে আসায় সেটা একজন ক্রিকেটারের জন্য কষ্ট হয়ে যায়। মাঠের ফিল্ড সেটআপ বলেন, বোলিং পরিবর্তন সবকিছুই আমার কাছে মনে হয় ভালো ছিল। যেহেতু নিজের ব্যাটিং পারফরম্যান্সটা ভালো হচ্ছিল না টি-টোয়েন্টি আর টেস্টে, সে কারণেই ইউটিউবাররা যেভাবে লেগেছেন, তাতে হয়তো সে চিন্তা করেছে যে তিন ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে যেতে।’

শান্তর পারফরম্যান্স তুলে ধরে আশরাফুল আরও বলেছেন, ‘শান্ত অধিনায়ক হওয়ার আগে চমৎকার দুটি সেঞ্চুরি করেছিল আফগানিস্তানের সঙ্গে। অধিনায়ক হওয়ার পরেও নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছিলেন। তারপর থেকে টেস্টে তার রান আসছে না। ওয়ানডেতে ভালো করছে, টি-টোয়েন্টিটা একদমই ভালো যাচ্ছে না। অবশ্য টি-টোয়েন্টিতে আগেও ভালো ছিল না। ২০২২ বিশ্বকাপে অস্ট্রেলিয়ায় দুটি ফিফটি করেছিল। এছাড়া আসলে বলার মতো কিছু নেই।’

আশরাফুলের মতে শান্তকে টেস্ট ও ওয়ানডের নেতৃত্বে রাখা জরুরি, ‘আমি মনে করি, এটা কোনও সমাধান না। শান্ত যেটা করছে, এটা দলের জন্য ভালো কিছু আনবে না। মানুষের জীবনে উত্থান-পতন থাকবেই। যেহেতু সে তরুণ, তাই ক্রিকেট বোর্ডের চিন্তা করা উচিত তাকে দুইটা ফরম্যাটে রাখলে দেশের জন্যই ভালো। আমি সবসময় মনে করি, একজন ক্যাপ্টেন সব ফরম্যাটে থাকা ভালো, বিশেষ করে আমাদের দেশে। কিন্তু যেহেতু তার স্টাইলটা টি-টোয়েন্টি ফরম্যাটের সঙ্গে যাচ্ছে না, তাই এটা বাদ দিয়ে বাকি দুই ফরম্যাটেই তার অধিনায়ক থাকা ভালো।’

 

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - খেলা