শুক্রবার , ১ নভেম্বর ২০২৪ | ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার ইইউ যাচ্ছেন ল্যাভরভ

Paris
নভেম্বর ১, ২০২৪ ৯:৩৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

এই ডিসেম্বরে মাল্টা যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।শুক্রবার (১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার বরাত দিয়ে রুশ দৈনিক ভেদোমোস্তি এক প্রতিবেদনে জানিয়েছে, ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার (ওএসসিই) মন্ত্রী পরিষদের এক বৈঠকে তিনি অংশ নেবেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এটিই হবে কোনও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে ল্যাভরভের প্রথম সফর।

ভেদোমোস্তি’র প্রতিবেদনে জানানো হয়েছে, রাশিয়ার মাল্টা দূতাবাস নিশ্চিত করেছে যে ৫ ও ৬ ডিসেম্বর দ্বীপ রাষ্ট্রটিতে ওএসসিই মন্ত্রী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। এটি ইউরোপের সব সদস্যদের জন্য প্রযোজ্য যার মধ্যে রাশিয়ান ফেডারেশনও অন্তর্ভুক্ত।

দূতাবাস জানিয়েছে, ওএসসিই প্রতিনিধিদলগুলোকে বৈঠকের প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে নিয়মিতভাবে জানানো হচ্ছে। আরও কিছু বিষয়-যার মধ্যে আমন্ত্রণপত্রও রয়েছে, সেগুলো যথাসময়ে সব ওএসসিই প্রতিনিধিদলের কাছে পাঠানো হবে।

 

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - আন্তর্জাতিক