শনিবার , ২৩ জুলাই ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আরিয়াল খাঁ নদে ট্রলার ডুবে নিহত অন্তত আট

Paris
জুলাই ২৩, ২০১৬ ৬:৩১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশে নরসিংদীর রায়পুরা উপজেলায় আড়িয়াল খাঁ নদে ট্রলার ডুবে আট জনের মৃত্যু হয়েছে।

রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মহম্মদ আব্দুল মতিন বিবিসি বাংলাকে নিহতের এই সংখ্যা জানিয়েছেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র থেকে জানা গেছে ট্রলারটি যাত্রীবোঝাই করে একটি মাজারে যাচ্ছিল।

স্থানীয় একজন সাংবাদিক বিবিসিকে জানান ওই ট্রলারের ধারণ ক্ষমতার থেকে অনেক বেশি যাত্রী নেওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

ট্রলারটি ছাড়ার পরপরই উল্টে যায় বলে যারা সাঁতরে তীরে উঠেছেন তারা জানিয়েছেন।

ট্রলারটি অল্পদূর যাবার পর উল্টে যাওয়ার কারণে অনেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

কেউ নিখোঁজ আছে কীনা তা এখন খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে।

সূত্র: বিবিসি নিউজ

সর্বশেষ - জাতীয়