বৃহস্পতিবার , ২২ ডিসেম্বর ২০১৬ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আরটিজেএ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড় বাছাই আজ

Paris
ডিসেম্বর ২২, ২০১৬ ১২:০১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন আয়োজিত ‘আরটিজেএ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট’ এ অংশগ্রহণকারী ৯টি দলের খেলোয়াড়ের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রতিটি দলের কাছে সকল দলের খেলোয়াড়ের নামের তালিকা সরবরাহ করা হয়েছে।

 

কোন খেলোয়াড় সম্পর্কে আপত্তি থাকলে আজ বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে লিখিতভাবে জানাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কারো বিষয়ে কোন অভিযোগ না থাকলে টুর্নামেন্ট চলাকালে আর অভিযোগ গ্রহণযোগ্য হবে না বলে টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

 

সেই সাথে আন্তরিক ও সৌহার্দপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে টুর্নামেন্ট সম্পন্ন করতে সবার সহাযোগিতা প্রত্যাশা করা হয়েছে। রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন আয়োজিত ‘আরটিজেএ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট’ এ মোট ৯টি দল অংশ নিচ্ছে।

 

অংশগ্রহণকারী দলগুলো হলো রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাজশাহী সিটি প্রেসক্লাব , রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ বেতার রাজশাহী, রেডিও পদ্মা, দৈনিক উপচার, দৈনিক লাল পোলাপ ও রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন।

স/আর

সর্বশেষ - খেলা