সোমবার , ১১ এপ্রিল ২০২২ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘আপনারা এমনভাবে বলছেন যেন বিশ্বের এক নম্বর টেস্ট দল হয়ে গেছি!’

Paris
এপ্রিল ১১, ২০২২ ৮:০৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

ডারবান টেস্টের মতোই পোর্ট এলিজাবেথে লজ্জাজনকভাবে পরাজয় বরণ করেছে বাংলাদেশ। ৩৩২ রানের এই পরাজয়ে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশও হতে হয়েছে। জয়ের জন্য ৪১৩ রানের বিশাল টার্গেটে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ৮০ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। চতুর্থ দিনের প্রথম এক ঘণ্টাতেই খেলা শেষ! দলের এমন অবস্থায় নিয়ে অধিনায়ক মমিনুল হক হতাশার পাশাপাশি প্রত্যাশাতেও লাগাম দিতে বলেছেন।

আজ সোমবার ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মমিনুল হক বলেন, ‘টেস্ট ক্রিকেট এমন একটা খেলা যেখানে আপনাকে প্রতিদিন উন্নতি করতে হবে দলগতভাবে। আপনি এক সেশন ভালো খেললে হবে না আবার পাঁচ দিনের মধ্যে তিন দিন ভালো খেললে হবে না। আপনার পাঁচ দিনে পাঁচ দিনই ভালো খেলতে হবে। আপনি একটা-দুইটা সেশন ভুল করতে পারেন। কিন্তু প্রত্যেকটা সেশন ভালো খেলতে হবে। এসব জায়গায় আমাদের আরো উন্নতি করতে হবে। ‘

এ বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডে টেস্ট জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। বিষয়টি সামনে আসতেই সাংবাদিকদের প্রতি উষ্মা প্রকাশ করে মমিনুল বলেন, ‘আপনারা হয়তো এমনভাবে বলছেন যেন আমরা একটা টেস্ট ম্যাচ জিতে বিশ্বের এক নম্বর টেস্ট দল হয়ে গেছি। আমার একটা টেস্ট জিতে আগেও যেখানে ছিলাম এখনো সেখানে আছি। হয়তো আপনাদের প্রত্যাশা বেড়ে গিয়েছিল। আমাদের নিজেদেরও হয়তো বাড়ছে। আমাদের আরো উন্নতি করার জায়গা আছে। আরো অনেক জায়গায় উন্নতি করতে হবে। ‘

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা