সোমবার , ২১ অক্টোবর ২০২৪ | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আনুপাতিক নয়, ৭২ এর সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে: ডা. জাহিদ হোসেন

Paris
অক্টোবর ২১, ২০২৪ ৯:২৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আনুপাতিক নয়, বাহাত্তরের সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে। তিনি বলেন, ‘বাংলাদেশের সংবিধান ৭১ ও ৭২ অনুষ্ঠিত হওয়ার পর আজ অব্দি তিনি বলেন, কনস্টিটিউশন-ভিত্তিক নির্বাচনের যে প্রক্রিয়া রয়েছে, বিএনপি মনে করে— তা অব্যাহত থাকবে।’

সোমবার (২১ অক্টোবর) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ দীর্ঘদিন পর দেশের ফেরা উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জাহিদ বলেন, ‘দ্বিতীয় স্বাধীনতা অর্থাৎ ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার পালিয়ে গেছে। কিন্তু স্বৈরাচারের দোসররা বাংলাদেশেই আছে। তারা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। জনগণের অধিকার যাতে আদায় না হতে পারে, সেই ষড়যন্ত্র করে যাচ্ছে।’

‘আমাদের নেতা (তারেক রহমান) বলেছেন— আন্দোলনে ছিলাম আছি থাকবো। কারণ, আমাদের আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন।’ এমনটি জানিয়ে বুলু বলেন, ‘আমাদের আন্দোলন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন, আমাদের আন্দোলন গণতন্ত্র পুনপ্রতিষ্ঠায় যারা হত্যা করেছে তাদের বিচারের দাবিতে। আমাদের আন্দোলন যারা গুম হয়েছে, তাদেরকে ফিরিয়ে আনার।’

আনুপাতিক নির্বাচন চাওয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের সংবিধান ৭১ ও ৭২ প্রতিষ্ঠিত হওয়ার পর আজ অব্দি কনস্টিটিউশন-ভিত্তিক নির্বাচন প্রক্রিয়া রয়েছে। জনগণ সিদ্ধান্ত নেবে কোনটি হবে। কোনোভাবেই কোনও ব্যক্তির ওপর চাপিয়ে দেওয়া যাবে না। জনগণের মত ও অধিকারকে উপেক্ষা করার সুযোগ নেই। বিএনপি মনে করে, কনস্টিটিউশন-ভিত্তিক যে নির্বাচন প্রক্রিয়া, তা অব্যাহত থাকবে এবং ৩১ দফায় দেওয়া আছে কী ধরনের সংস্কার আমরা চাই।’

অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচন দাবি করে তিনি বলেন, ‘জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করুন।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারত একটি স্বাধীন দেশ, ভারত কি তার দেশকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য দেবে? আমার মনে হয়, ভারতীয় রাজনীতিবিদরা ও সরকার এত বোকা নয়। যারা এগুলো ছড়াচ্ছেন, তারা হয়তোবা মাঠ গরম করার জন্য। বাস্তবে তারা মাঠে নামুক, দেখুন জনগণ তাদেরকে গ্রহণ করে কিনা? প্রমাণ হবে মাঠে, ইনশাআল্লাহ।’

 

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - জাতীয়