মঙ্গলবার , ২৬ জুন ২০১৮ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আজ নেই ‘খলনায়ক’ কাবায়েরো

Paris
জুন ২৬, ২০১৮ ১০:৩২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিশ্বকাপের মঞ্চে কত বড় ভুলটাই না করছিলেন আর্জেন্টিনার উইলি কাবায়েরো!

প্রথম পর্বের দ্বিতীয় খেলায় তার ভুল শটে বল পেয়ে যান ক্রোয়েশিয়ার আনতে রেবিক। ভলিতে অসাধারণ গোল করেন রেবিক। এরপর থেকেই ‘খলনায়ক’ কাবায়েরো। সেই ‘খলনায়ককে’ বসিয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা।

প্রথম দুই ম্যাচে ভরাডুবির পর বাঁচা-মরার ম্যাচে আজ কাবায়েরোর জায়গায় খেলবেন ফ্রাঙ্কো আরমানি। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছে।

বিশ্বকাপ দিয়ে আর্জেন্টিনা দলে অভিষেক হতে যাচ্ছে রিভার প্লেটের ৩১ বছর বয়সি এই গোলরক্ষকের। বলার অপেক্ষা রাখে না রাশিয়া বিশ্বকাপে নিজেদের সবচেয়ে কঠিন ম্যাচে বড় সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা। অভিজ্ঞ গোল রক্ষককে বসিয়ে নতুন খেলোয়াড়কে নেওয়ার সিদ্ধান্ত সত্যিই অনেক বড় সিদ্ধান্ত। তবে আরমানিকে সাপোর্ট করছে তার পারফরম্যান্স এবং সুনাম।

বিশ্বকাপের শুরুতে আরমানি ছিলেন দলের তৃতীয় গোলরক্ষক। রোমেরোর ইনজুরিতে এগিয়ে আসেন আরমানি। সামনে শুধু কাবায়েরো। তার বাজে পারফরম্যান্সে আরমানি এখন এক নম্বরে। আর্জেন্টিনা যে দুবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল দুবারই দলের গোলরক্ষক ছিলেন রিভার প্লেটের। আরমানিও সেই ক্লাবের খেলোয়াড়। এ বছর রিভার প্লেটের হয়ে ২১ ম্যাচে ৬২ শটের মধ্যে ৫২টি শটই ঠেকিয়েছেন।

জন্ম আর্জেন্টিনায় হলেও ক্যারিয়ারের বেশির ভাগ সময় তিনি কাটিয়েছেন কলম্বিয়ায়। স্থানীয় ক্লাব অ্যাটলেটিকো ন্যাশিওনাল ক্লাবে আট মৌসুম খেলেছেন। বিয়েও করেছেন কলম্বিয়ান নারীকে। এরপর ২০১৮ সালে দেশে ফিরে রিভার প্লেটে তিন মিলিয়ন ইউরোতে যোগ দেন।

আজ জাতীয় দলের হয়ে অভিষেকেই নিজের দ্যুতি ছড়াতে চাইবেন আরমানি। তার ভেলায় চড়ে আর্জেন্টিনা রাশিয়া বিশ্বকাপের পরবর্তীতে ধাপে যেতে পারে কিনা সেটাই দেখার।

সর্বশেষ - খেলা