নিম্ন আদালতের খালাসের রায় বাতিল করে এই মামলার রায়ে বৃহস্পতিবার তারেককে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকার অর্থদণ্ড দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ।
রায়ের প্রতিক্রিয়ায় বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করে অনুলিপি হাতে পেয়ে আলোচনার পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তারেকের আইনজীবীরা।
তবে রায়ের পর দুদকের কৌসুঁলি খুরশীদ সাংবাদিকদের বলেন, তারেক রহমান যেদিন গ্রেপ্তার হবেন বা আত্মসমর্পন করবেন, সেদিন এই রায় কার্যকর।
“আদালত পুলিশকে ডাইরেকশন দিয়েছেন, দুদককে ডাইরেকশন দিয়েছেন ওনাকে (তারেক) গ্রেপ্তার করার জন্য।”
তারেক রহমান আপিল করতে পারবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘উনি আপিল করতে পারবেন, যদি সারেন্ডার করে জেলে যান। সেটা ৩০ দিনের মধ্যে করতে হবে।”
সূত্র: বিডিনিউজ