বুধবার , ১৭ জুলাই ২০২৪ | ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আইনশৃঙ্খলা বাহিনীকে ক্যাম্পাস ছাড়ার আল্টিমেটাম দিলেন আন্দোলনকারীরা

Paris
জুলাই ১৭, ২০২৪ ৪:২৭ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস ছাড়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আল্টিমেটাম দিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের জড়ো হতে দেখা যায়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক গণমাধ্যমকে আলটিমেটামের বিষয়টি নিশ্চিত করেন।

বুধবার (১৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে ঢাবি উপাচার্যের বাসভবনের প্রধান ফটকের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হয়।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এ আল্টিমেটামের কথা জানান।

এর আগে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার জন্য ঢাবিতে সাত প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়। তাদেরকে এক ঘণ্টার মধ্যে ক্যাম্পাস ছাড়ার আল্টিমেটাম দেন আন্দোলনকারীরা।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত জানান, আমরা দুপুর ১টার দিকে তাদের এক ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম, এখনো বিজিবি সরে যায়নি। তিন বাহিনীর সদস্যরা ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন। তাদের এখানে কী কাজ?

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনসহ শাহবাগ মোড়ে পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যদের অবস্থান করতে দেখা যায়।

সর্বশেষ - লীড নিউজ