বয়স তার কাছে সংখ্যামাত্র। ৩৯ বছর বয়সেও ২০ বছরের তরুণের মতো বল হাতে বাইশ গজে ঝড় তুলতে ওস্তাদ জিমি অ্যান্ডারসন। গত ১২ আগস্ট লর্ডসে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টেও তিনি ৫ উইকেট নিয়েছেন। বল হাতে ক্রিকেটের তীর্থে অ্যান্ডারসন যেন ‘লর্ড’। এই ভেন্যুতে এখন পর্যন্ত ৭ বার পাঁচ উইকেট নিয়েছেন জিমি। সর্বোচ্চ উইকেটের রেকর্ড তো আছেই। এখানে আরেকটা টেস্ট খেললে হয়তো ছাড়িয়ে যাবেন স্যার ইয়ান বোথামকে।
লর্ডসে সর্বাধিক ৮ বার ৫ উইকেট নিয়েছেন ইংলিশ কিংবদন্তি ইয়ান বোথাম। তবে এই ভেন্যুতে সর্বোচ্চ উইকেটের দিক দিয়ে তিনি পিছিয়ে। ১৫ টেস্টের ২৬ ইনিংসে নিয়েছেন ৬৯ উইকেট। আর অ্যান্ডারসন? তিনি যেন ধরাছোঁয়ার বাইরে। ২৫ টেস্টের ৪৯ ইনিংস বোলিং করে নিয়েছেন ১১০ উইকেট! তার পেস সঙ্গী স্টুয়ার্ট ব্রড ৯৫ উইকেট নিয়ে জিমির নিকটতম প্রতিদ্বন্দ্বী। একমাত্র ব্রডই তার সঙ্গী জিমিকে ছুঁতে পারেন। আর কেউ তাদের ধারকাছেও নেই।
এই ভেন্যুতে অনুষ্ঠিত সর্বশেষ টেস্টে ভারত অবিশ্বাস্য জয় পেয়েছে। প্রথম ইনিংসে ৬২ রান খরচায় ৫ উইকেট তুলে নেন অ্যান্ডারসন। তার বয়স ছিল ৩৯ বছর ১৫ দিন। গত ৭০ বছরে দ্বিতীয় কোন পেসার টেস্টে অ্যান্ডারসনের চেয়ে বেশি বয়সে ৫ উইকেট নিতে পারেননি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে অবশ্য সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট নেওয়া পেসার দক্ষিণ আফ্রিকার জেফ চাব, তিনি ৪০ বছর ৮৪ দিন বয়সে ৫ উইকেট পেয়েছিলেন।