বুধবার , ১৮ সেপ্টেম্বর ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

অলরাউন্ডারের রাজত্বের নতুন রাজা লিভিংস্টোন

Paris
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৯:৫২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

টি-টোয়েন্টির অলরাউন্ডারের রাজত্বে একটা সময় দীর্ঘদিন রাজা ছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের সাবেক অধিনায়কের সেই রাজত্ব শেষ হওয়ার পরে অনেকেই রাজা হয়েছেন। তবে কেউই ৩৭ বছর বয়সী তারকার মতো রাজত্ব করতে পারেননি।

এবার নতুন রাজা লিয়াম লিভিংস্টোন পাবেন কিনা সেটাই দেখার বিষয়।

ইংল্যান্ড ব্যাটারের রাজত্ব শুরু হয়েছে আজ। আইসিসির প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদে আজ ক্যারিয়ারে প্রথমবারের মতো অলরাউন্ডারের তালিকায় শীর্ষে উঠেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারই পেয়েছেন ৩১ বছর বয়সী ব্যাটার।
একলাফে ৭ ধাপ এগিয়ে শীর্ষে উঠেছেন লিভিংস্টোন।

তার বর্তমান রেটিং এখন ২৫৩। ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং অর্জন করার পথে পেছনে ফেলেছেন এতদিন শীর্ষে থাকা মার্কাস স্টয়নিশকে। দুইয়ে নেমে যাওয়া অস্ট্রেলিয়ার ব্যাটারের রেটিং ২১১। দুজনের পরেই আছেন সিকান্দার রাজা (২০৮), সাকিব (২০৬) ও ওয়ানিন্দু হাসারাঙ্গা (২০৬)।

তিন ম্যাচের শেষটি পরিত্যক্ত হলে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ১-১ সমতায় ট্রফি ভাগাভাগি করে নেয়। দুই দলের লাভ-লস না হলেও, লিভিংস্টোনের লাভই হয়েছে। প্রথম ম্যাচে ২২ রানে ৩ উইকেট নেওয়া এই অলরাউন্ডার ব্যাট হাতে করেন ৩৭ রান। আর দ্বিতীয়টি খেলেন ৮৭ রানের দুর্দান্ত এক ইনিংস। সঙ্গে ১৬ রানে নেন ২ উইকেট।

অলরাউন্ডারের চূড়ায় উঠে যার স্বীকৃতি পেলেন তিনি।

 

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা