শনিবার , ৩১ আগস্ট ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

অর্থ কমিটির দায়িত্বে ইমরুল হাসান

Paris
আগস্ট ৩১, ২০২৪ ১০:৩৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গত ৮ আগস্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি পদ থেকে পদত্যাগ করেন আব্দুস সালাম মুর্শেদী। সেই সঙ্গে সংস্থাটির অর্থ কমিটি ও রেফারিজ কমিটির চেয়ারম্যান পদ থেকেও সরে দাঁড়ান তিনি। ফলে ফাঁকা হয়ে যায় এই দুটি কমিটির প্রধানের পদ। অবশেষে অর্থ কমিটির চেয়ারম্যান হিসেবে বাফুফের সহসভাপতি ইমরুল হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল শনিবার ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান হিসেবে আগে থেকেই দায়িত্ব পালন করছেন ইমরুল হাসান। বাফুফের বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে ৩ অক্টোবর। সে ক্ষেত্রে বাকি থাকা মেয়াদে এক মাসের জন্য অর্থ কমিটির দায়িত্ব নিচ্ছেন তিনি।
মূলত শীর্ষ তিন কর্তার স্বাক্ষরে বাফুফেতে কর্মরত যাঁরা আছেন তাঁদের বেতন পাস হয়। রাজনৈতিক পট বদলে যাওয়ার পর থেকেই কাজী সালাউদ্দিন প্রকাশ্যে থাকলেও আড়ালে আছেন সহসভাপতি কাজী নাবিল আহমেদ। আর সালাম করেন পদত্যাগ। ফলে বাফুফের অর্থ কমিটির চেয়ারম্যান হিসেবে দ্রুতই একজনকে বেছে নিতে হতো।

 

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা