বৃহস্পতিবার , ১১ মার্চ ২০২১ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

অপহরণের ১২ দিন পরও উদ্ধার হয়নি মাদ্রাসা শিক্ষার্থী

Paris
মার্চ ১১, ২০২১ ৯:৩০ অপরাহ্ণ

অপহরণের ১২ দিন পরও উদ্ধার হয়নি মিনা (১৭) নামে এক মাদ্রসা শিক্ষার্থী। গত রবিবার সকাল সাড়ে ১০টার আশুলিয়ার- সিএন্ডবি সড়কের চারাবাগ ফাতেমাতুজ্জোহুরা মহিলা মাদ্রাসার সামনের থেকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

মিনা আশুলিয়ার কুমকুমারী এলাকার আদম আলী মৃধার মেয়ে। তিনি স্থানীয় চারাবাগ ফাতেমাতুজ্জোহুরা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।
আটক যুবকের নাম ছানি সরকার (২১)। তিনি আশুলিয়ার উত্তর গৌরিপুর মজিদের ছেলে। এ ঘটনায় জড়িত অপর যুবক সাজ্জাদ হোসেনকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। পলাতক রয়েছেন কয়েকজন।

ছানি সরকার ও সাজ্জাদ হোসেন ওই এলাকায় স্থানীয় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে।

মিনার ভাই বাবুল মৃধা বাদী হয়ে আশুলিয়া থানায় ছানি ও সাজ্জাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ২৩।

আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, তদন্ত করে উন্নত প্রযুক্তির মাধ্যমে ছানি সরকারকে আটক করে তার স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চলছে। এখনো নিখোঁজ রয়েছেন মিনা। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অপরজনকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র:বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - জাতীয়