মঙ্গলবার , ১৩ আগস্ট ২০২৪ | ৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

অধিকার সবার সমান: সংখ্যালঘু সম্প্রদায়কে প্রধান উপদেষ্টা

Paris
আগস্ট ১৩, ২০২৪ ২:৩৭ অপরাহ্ণ

 

সিল্কসিটি নিউজ ডেস্ক:

সংখ্যালঘু সম্প্রদায়কে এক থাকার আহ্বান জানিয়ে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ করতে চাচ্ছি, যেটা হবে একটি পরিবার। যেখানে সবার সমান অধিকার থাকবে। আমরা সবাই বাংলাদেশের মানুষ, বাংলাদেশি। এটা আমরা নিশ্চিত করতে চাই।’

মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দিরে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন।

তিনি বলেন, ‘বিভেদ করার কোনো সুযোগ নাই। গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা করা আমাদের মূল লক্ষ্য। হিন্দুরা যেন সব সরকারের কাছে সাংবিধানিক অধিকার চাইতে পারে। সেই ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। আইনের অধিকার সবার সমান। ধৈর্য ধরে আমাকে সাহায্য করেন। তারপর বিবেচনা করবেন কী পারলাম আর কী পারলাম না।’

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয় মানুষ হিসেবে। আমরা চাই আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক।’

তিনি বলেন, ‘সব সমস্যার গোড়া হলো আমরা যতো প্রাতিষ্ঠানিক কাঠামো গড়েছি, সবগুলো পঁচে গেছে। এই কারণে গোলমালগুলো হচ্ছে। তাই প্রাতিষ্ঠানিক কাঠামো ঠিক করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত করা হলে কে বিচার পাবে না বলেন।’

সর্বশেষ - জাতীয়