শনিবার , ৬ আগস্ট ২০১৬ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ঝিনাইদহে ২০ কিলোমিটার জুড়ে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন

Paris
আগস্ট ৬, ২০১৬ ১:৪৩ অপরাহ্ণ

শাহারিয়ার রহমান রকি, ঝিনাইদহ:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ঝিনাইদহ-যশোর মহাসড়কের পাশে প্রায় ২০ কিলোমিটার রাস্তাজুড়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ  বিরোধী মানবন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এতে উপজেলা শতাধীক স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।

সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঝিনাইদহ-যশোর মহাসড়কের তেতুলতলা বাজার থেকে বারোবাজার পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কের পাশে দাঁড়িয়ে সকলে মনাববন্ধন কর্মসুচি পালন করেন।
এসময় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী শ্লোগান সম্বলিত ব্যানার, প্লাকার্ড ও পোস্টার বহন করা হয়। মানববন্ধন চলাকালে বিভিন্ন স্থানে সাংসদ আনোয়ারুল আজিম আনার বক্তব্য রাখেন।
তিনি বলেন, শেখ হাসিনার নের্তৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশে শান্তি প্রতিষ্ঠায় সন্ত্রাস ও জঙ্গিবাদকে নির্মুল করতে হবে।

স/আর

সর্বশেষ - জাতীয়