শনিবার , ৬ আগস্ট ২০১৬ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাবির অনুপস্থিত ৩০ শিক্ষার্থীর তালিকা পুলিশের হাতে

Paris
আগস্ট ৬, ২০১৬ ৮:১৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুপস্থিত ৩০ জন শিক্ষার্থীর নামের তালিকা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দীর্ঘদিন থেকে শিক্ষা কার্যক্রমে ‘অনুপস্থিত’ থাকায় ওই শিক্ষার্থীদের তালিকা পুলিশকে তুলে দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

  • বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মজিবুল হক আজাদ খান বলেন, দিনের পর দিনে অনুপস্থিত থাকা ৩০ শিক্ষার্থীর একটি তালিকা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাছে হস্তান্তর করেছেন। পুলিশের অনুরোধের পরিপ্রেক্ষিতেই ওই শিক্ষার্থীদের তালিকা তৈরী করা হয়।

এ ব্যাপারে আরএমপির মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, ওই তালিকা হাতে পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। তবে ওই তালিকায় থাকা শিক্ষার্থীদের নাম প্রকাশ করেননি তিনি।

  • এদিকে একাধিক সূত্র নিশ্চিত করেছে, তালিকায় নাম আছে বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলামসহ একই বিভাগের আরো কয়েকজন শিক্ষার্থীর নাম।

বিশ্ববিদ্যালয় সূত্র মতে, পুলিশের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়ে নিখোঁজ শিক্ষার্থীদের তালিকা পুলিশকে দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। ওই চিঠির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি কমিটি করে ঝরে পড়া (ড্রপ আউট) ও অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা করে।

পরে ৩০ জনের একটি তালিকা চূড়ান্ত করে পুলিশের কাছে হস্তান্তর করে। জানা গেছে, এই শিক্ষার্থীরা ২০০৯-১০, ২০১০-১১ এবং ২০১১-১২ শিক্ষাবর্ষের।

স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর