বৃহস্পতিবার , ৪ আগস্ট ২০১৬ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ঝিনাইদহের কালীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৬

Paris
আগস্ট ৪, ২০১৬ ৮:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জের বেজপাড়া নামক স্থানে যাত্রীবাহি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মহিলা সহ অন্তত ৬ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকেই রাস্তার উপর আড়াআড়ি ট্রাক পড়ে থাকায় ঝিনাইদহ-যশোর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর আড়াইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

 

আহতদেরকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আজ দুপুর ১ টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহি একটি বাসের সাথে ঝিনাইদহগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি রাস্তার উপর আড়াআড়ি ভাবে দুমড়ে মুচড়ে পড়ে এবং বাসটি রাস্তার পাশে পড়ে যায়। এ ঘটনায় আহত ৬ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

ওসি আরো জানান, ঘটনার পর দুপুর ১ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দেড় ঘন্টা ঝিনাইদহ-যশোর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা দুর্ভোগে পড়ে। পরে পুলিশ ঘটনা স্থলে পৌছে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
স/শ

সর্বশেষ - জাতীয়