সিল্কসিটিনিউজ ডেস্ক :
সিনিয়র ক্রিকেটাররাই পাকিস্তান দলের বোঝা। এমনটি বলেছেন পাকিস্তানের সাবেক তারকা ওপেনার আহমেদ শেহজাদ।
অস্ট্রেলিয়া সফরে গিয়ে ওয়ানডে সিরিজ জয় পেলেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান ক্রিকেট দল।
গতকাল অস্ট্রেলিয়ার হোবার্টে স্বাগতিকদের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটা ছিল পাকিস্তানের জন্য ধবলধোলাই এড়ানোর ম্যাচ।
সেই ম্যাচে খেলেননি পাকিস্তানের নিয়মিত অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। নতুন অধিনায়ক সালমান আলী আগার নেতৃত্বে খেলতে নেমে শুরুটা দারুণ করলেও স্কোরবোর্ডে পাকিস্তান জমা করতে পেরেছে মাত্র ১১৭ রান।
বাবর আজমের ২৮ বলে ৪১ রান ছাড়া বাকিদের ইনিংসে বলার মতো কিছু ছিল না। রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ৫২ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে। পাকিস্তানের তারকা বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি ৩ ওভারে খরচ করেন ৪৩ রান।
পাকিস্তানের বাজে পারফরম্যান্স প্রসঙ্গে আহমেদ শেহজাদ নিজের অফিশিয়াল টুইটারে লেখেন- ‘এই দলের পুনর্গঠন করতে হবে। দলের বোঝা হয়ে থাকা সিনিয়র ক্রিকেটারদের পরিবর্তে অন্য কাউকে আনতে হবে। অস্ট্রেলিয়ার এই দলের কাছে ধবলধোলাই হওয়া লজ্জাজনক ও ভয়াবহ ব্যাপার। পাকিস্তানের দেওয়া লক্ষ্য তাড়া করে অস্ট্রেলিয়া জিতেছে মাত্র ১১.২ ওভারে। এটাই হচ্ছে আধুনিক যুগের ক্রিকেট। আমাদের ক্রিকেটারদের শক্তির অভাব।’
ডিসেম্বর-জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় গিয়ে তিন সংস্করণেরই ক্রিকেট খেলবে পাকিস্তান। শেহজাদ লিখেছেন- ‘দক্ষিণ আফ্রিকা সিরিজ তো আসছে। দেখি পাকিস্তান একই ব্যর্থ ক্রিকেটারদের আবারও নেবে নাকি ঘরোয়া ক্রিকেট থেকে তরুণ প্রতিভা নেবে অথবা সিনিয়র ক্রিকেটারদের বাদ দেবে। ব্যাটিং, বোলিং সব বিভাগেই পরিবর্তন দরকার।’
সূত্র: যুগান্তর