সিল্কসিটিনিউজ ডেস্ক :
দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের চিত্রদুর্গায় ছয় বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং কর্ণাটকে প্রবেশের আগে পশ্চিমবঙ্গে অবস্থান করেছিল।
গ্রেফতারকৃতরা হলেন- শেখ সাইফুর রোমান, মোহাম্মদ সুমন হুসেন আলী, মাজহারুল, আজিজুল শাইক, মোহাম্মদ সাইক সিকদার ও সানাওয়ার হোসেন।
পুলিশ জানিয়েছে, এই ব্যক্তিরা কাজের সন্ধানে এসেছিলেন। কর্ণাটকে প্রবেশ করার পরে, তারা চিত্রদুর্গায় আসার আগে অনেক জায়গা ঘুরে দেখেছিলেন। জিজ্ঞাসাবাদের সময় তারা পুলিশকে তা বলেছেন।
পুলিশ তাদের অবৈধভাবে তৈরি করা ভারতীয় পরিচয়পত্র আধার কার্ড, প্যান কার্ড এবং শনাক্তকরণের অন্যান্য প্রমাণ বাজেয়াপ্ত করেছে।
তদন্তে দেখা গেছে, ওই ব্যক্তিরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের পর কলকাতায় জাল পরিচয়পত্র সংগ্রহ করেছিলেন। চিত্রদুর্গায় হলালকেরে রোডের অরবিন্দ গার্মেন্টস এবং হোয়াইট ওয়াশ গার্মেন্টসের কাছে ধবলাগিরি লেআউটের দ্বিতীয় ফেজে পুলিশ টহল চলাকালীন ছয়জনকেই গ্রেফতার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, গত মাসে কর্ণাটকের উডুপি জেলায় অবৈধভাবে অবস্থানরত আট বাংলাদেশি নাগরিককে হেফাজতে নেওয়া হয়। তারা গত তিন বছর ধরে বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়াই জেলার হুদ গ্রামে বসবাস করছিলেন।
সূত্র: যুগান্তর