সোমবার , ১৮ নভেম্বর ২০২৪ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হামাসের কার্যালয় তুরস্কে সরানোর গুঞ্জন, যা বললেন এরদোগান

Paris
নভেম্বর ১৮, ২০২৪ ৯:০৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের রাজনৈতিক ব্যুরো কাতার থেকে তুরস্কে সরিয়ে নিয়েছে বলে একটি গুঞ্জন উঠেছে। তবে তুরস্ক সরকার জানিয়েছে, এ তথ্য সঠিক নয়। খবর মিডল ইস্ট আই।

তুরস্কের কূটনৈতিক সূত্র জানিয়েছে, হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্যরা প্রায়ই তুরস্ক সফর করেন, কিন্তু গোষ্ঠীটি তুরস্কে স্থায়ীভাবে কার্যালয় স্থানান্তর করেছে বলে যে দাবি করা হচ্ছে তা ‘মিথ্যা’।

রোববার ইসরাইলি পাবলিক ব্রডকাস্টার কান জানিয়েছে, কাতার সরকার হামাসকে দেশত্যাগ করতে বলার পর তারা দোহা থেকে তুরস্কের উদ্দেশে রওনা হয়েছে।

এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন গত সপ্তাহে বলেছিলেন, যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তিতে স্বাক্ষর না করায় হামাস সদস্যদের দেশ ছাড়তে বলেছে কাতার।

বেশ কয়েকটি সংবাদমাধ্যমও দাবি করেছে, গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তির আলোচনায় হামাসের অনীহার কারণে এ পদক্ষেপ নিয়েছে কাতার সরকার।

যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় হামাস নেতাদের দেশ ছাড়তে বলেছে কাতার। তবে দোহায় হামাসের কার্যালয় বন্ধ করে দিতে বলা হয়নি। বিষয়টি এর আগে চলতি মাসের শুরুতে অস্বীকার করেছে কাতার সরকার।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন বলছে, ইস্তান্বুলে কখনো আনুষ্ঠানিকভাবে সদর দফতর প্রতিষ্ঠা করেনি হামাস।

 

সূত্র: যুগান্তর