রবিবার , ১৭ নভেম্বর ২০২৪ | ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

এবার অমিতের সেঞ্চুরি, শেষটা রাঙাতে পারলেন না ইমরুল

Paris
নভেম্বর ১৭, ২০২৪ ৯:১৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আগের ম্যাচে খুলনার বিপক্ষে প্রথম ডাবল সেঞ্চুরির স্মৃতি এখনো টাটকা অমিত হাসানের। রানের সঙ্গে অমিতের সখ্যটা অটুট থাকল পরের ম্যাচেও। এবার ঢাকা মেট্রোর বিপক্ষে সেঞ্চুরি করেছেন সিলেট অধিনায়ক। গতকাল তাঁর ১০১ রানের ইনিংসেই দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে রয়েছে সিলেট।

অধিনায়কের সঙ্গে আসাদুল্লাহ আল গালিবের ৫৬ ও মুবিন আহমেদ দিশানের ৪৩ রানের ইনিংসে সিলেটের প্রথম ইনিংস থামে ৩৭৬ রানে। ২৪৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছে ঢাকা মেট্রো। এখনো ১৯৭ রানে পিছিয়ে আছে দলটি।

মিরপুরে ইমরুল কায়েসের বিদায়ি ম্যাচে ঢাকার বিপক্ষে হারের সামনে দাঁড়িয়ে খুলনা।

প্রথম ইনিংসে খুলনার ইনিংস থেমে গিয়েছিল ১৭২ রানে। জবাব দিতে নেমে ১৬০ রানেই গুটিয়ে যায় ঢাকা। খুলনার হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন দুই পেসার আল আমিন হোসেন, মাসুম খান টুটুল ও বাঁহাতি স্পিনার আরিদুল ইসলাম। তবে দ্বিতীয় ইনিংসে ৯১ রানে অলআউট হয়ে বোলারদের সাফল্য উপভোগ করতে পারেনি খুলনা।

ইমরুলের প্রথম শ্রেণির ক্যারিয়ারের শেষ ইনিংস থামে ১ রানে। পেসার এনামুল হক ৪টি ও বাঁহাতি স্পিনার মাহফুজুর রহমান ৩টি উইকেট নিয়েছেন। ম্যাচ জিততে ঢাকার লক্ষ্য ১০৪ রান। রাজশাহীতে রংপুরের বিপক্ষে ৩৩৬ রানে শেষ হয়েছে বরিশালের প্রথম ইনিংস।

শেষ দিকে লোয়ার অর্ডার ব্যাটার তানভীর ইসলামের ৫২ রানের ইনিংসেই মূলত চ্যালেঞ্জিং স্কোর পায় বরিশাল। ৫ উইকেটে ২১৮ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে রংপুর।
আরেক ম্যাচে প্রথম ইনিংসে চট্টগ্রাম ২৫২ রানে অলআউট হওয়ার পর নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২০২ করেছে রাজশাহী। ৬২ রানে এগিয়ে আছে দলটি।

 

সূত্র: কালের কণ্ঠ