রবিবার , ১৭ নভেম্বর ২০২৪ | ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

হারের হ্যাটট্রিক মেসির, সামনে বিব্রতকর রেকর্ড

Paris
নভেম্বর ১৭, ২০২৪ ১০:০৮ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

এক জীবনে কেবল মুদ্রার একটা পিঠই দেখেছেন লিওনেল মেসি। সেই পিঠটা সাফল্যের। ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে তাকে দেখতে হচ্ছে মুদ্রার উল্টো পিঠ। টানা হারে হ্যাটট্রিক সহ বিব্রতকর রেকর্ডের সামনে দাঁড়িয়ে এখন আর্জেন্টাইন মহাতারকা।

টানা হার মেসির জন্য বিরল ঘটনা। দীর্ঘ ক্যারিয়ারে এবার মিলিয়ে মোট তিনবার এমন অভিজ্ঞতার শিকার হতে হলো মেসিকে। সবশেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হারের পর এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন মেসি। আগের দুই ম্যাচে মেসি হেরেছিলেন ক্লাব ইন্টার মায়ামির হয়ে।

এমএলএসে সেই হার দুটি ছিল আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে। এমএলএসের প্লে অফে খেলতে শেষ ম্যাচে আটলান্টাকে হারাতে হতো মেসিদের। সেই ম্যাচে মেসি গোল করেও দলকে বাঁচাতে পারেননি। আর তাতে একটি শিরোপা জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেছে মেসির। এ সময়ে মেসির হারা তিন ম্যাচেই ফল ২-১।

এর আগে ২০০৪ সালে পেশাদার ফুটবলে যাত্রা শুরুর পর মেসি প্রথম টানা তিন হারের স্বাদ পান ২০১৪ সালে। তখন বার্সার কোচ ছিল জেরার্দো মার্তিনো। তিনটি হারই মেসি পান বার্সার জার্সিতে। এরপর ২০১৬ সালে দ্বিতীয়বার এমন ঘটনার সাক্ষী হন মেসি। এবারও তিনটি হারে মেসির গায়ে ছিল বার্সেলোনার জার্সি।

তবে আগের দুইবারের বিব্রতকর রেকর্ডকে ছাড়িয়ে যাওয়ার শঙ্কা এখন কড়া নাড়ছে মেসির দুয়ারে। কেননা, বিশ্বকাপ বাছাইপর্বে পেরুর বিপক্ষে হারলে ব্রিবতকর পরিস্থিতিতে পড়তে হবে মেসিকে। আর সেটি হলে ক্যারিয়ারে প্রথমবারের মতো টানা ৪ হারের তিক্ত স্বাদ পাবেন মেসি। সেটি নিশ্চয় নিশ্চিতভাবেই এড়াতে চাইবেন মেসি।

 

সূত্র: যুগান্তর