সিল্কসিটিনিউজ ডেস্ক :
দেশের বন্ধ চিনিকলগুলো শিগগির চালু হচ্ছে- এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।তিনি জানান, অন্তর্বর্তী সরকার দেশের ছয়টি বন্ধ চিনিকলে উৎপাদন পুনরায় চালুর জন্য সক্রিয়ভাবে কাজ করছে।
শনিবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ চিনিকল সফরকালে তিনি একথা জানান।চিনিকল কর্মকর্তা-কর্মচারী ও আখচাষি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বন্ধ চিনিকলগুলো পুনরায় চালুর আশ্বাস দেন উপদেষ্টা।
শিল্প উপদেষ্টা বলেন, ‘সরকার ইতোমধ্যে এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে একটি কমিটি গঠন করেছে। যত দ্রুত সম্ভব চিনি উৎপাদন পুনরায় শুরুর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।’
২০২০ সালের ডিসেম্বরে তৎকালীন আওয়ামী লীগ সরকার সেতাবগঞ্জসহ দেশের ৬টি চিনিকল বন্ধ করে দেয়। সেগুলো হলো- কুষ্টিয়া চিনিকল, রংপুরের শ্যামপুর চিনিকল, দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল, পঞ্চগড় চিনিকল, পাবনা চিনিকল ও রংপুর চিনিকল।
সফরকালে আদিলুর রহমান খান সেতাবগঞ্জ চিনিকলের ভূমি দখল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি চিনিকলটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাসারকে দখলকৃত জমি পুনরুদ্ধার করার নির্দেশ দেন এবং লেন, ‘চিনিকলের বিশাল অংশের জমি প্রভাবশালী স্থানীয়রা দখল করেছে। এই জমি পুনরুদ্ধারে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।’
এ সময় আখচাষিদের প্রতি সরকারের আর্থিক সহায়তার কথাও উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, ‘এ পর্যন্ত আখ সরবরাহের বকেয়া পরিশোধের জন্য ১০০ কোটি টাকা বিতরণ করা হয়েছে। শিগগির আরও ১২০ কোটি টাকা দেওয়া হবে।’
সূত্র: যুগান্তর