সিল্কসিটিনিউজ ডেস্ক :
টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিল ইংল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে উইন্ডিজকে ৩ উইকেটে হারিয়েছে ইংলিশরা। ক্যারিবিয়দের দেওয়া ১৪৬ রানের টার্গেট ৪ বল হাতে রেখে টপকে যায় বাটলারের দল।
সেন্ট লুসিয়ার ড্যারেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে
টস জিতে বোলিং নিয়ে শুরুতেই জ্বলে ওঠে ইংল্যান্ড।
পাওয়ার প্লেতেই ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ ৫ ব্যাটারকে। ৩৭ রানে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে রোমারিও শেফার্ডকে নিয়ে ৫৭ বলে ৭৩ রানের জুটি গড়েন পাওয়েল। তবে একই ওভারে দুই উইকেট নিয়ে জুটি ভাঙেন জেমি ওভারটন। পাওয়েল ৪১ বলে ৫৪ ও শেফার্ড ২৮ বলে ৩০ রান করেন।
শেষ দিকে আলজারি জোসেফের অপরাজিত ১৯ বলে ২১ রানে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রানের মাঝারি একটা পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ।
ইংল্যান্ডের হয়ে সাকিব ও ওভারটন নেন ৩ উইকেট করে।
জবাবে আকিল হোসেনের বোলিং তোপে শুরু থেকে স্বস্তিতে ছিল না ইংল্যান্ডও। পাওয়ার প্লেতে তারা হারায় ৩ উইকেট।
স্যাম কারানের ব্যাটে ম্যাচে ফেরে তারা। উইল জ্যাককে (৩৩ বলে ৩২) নিয়ে ৩৩ বলে ৩৮ ও লিয়াম লিভিংস্টোনকে নিয়ে ২৬ বলে ৩৯ রানের জুটির নেতৃত্বে ছিলেন কারান। ২৬ বলে কারান ৪১ রান করেন। ১২৩ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে ইংল্যান্ড। তবে ২৮ বলে ৩৯ রান করে দলকে জয়ের খুব কাছে নিয়ে যায় লিয়াম লিভিংস্টোন।
৪ বল হাতে রেখে দলকে জয়ের বন্দরে নিয়ে যায় রেহান আহমেদ ও ওভারটন।
২২ রানে ৪ উইকেট নেন আকিল। একই মাঠে বাংলাদেশ সময় শনিবার রাতে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি।
সূত্র: কালের কণ্ঠ