সিল্কসিটিনিউজ ডেস্ক :
রাজধানীর জিরো পয়েন্টে গত রবিবার আওয়ামী লীগের অংশ ভেবে কিছু ব্যক্তির ওপর হামলার ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
গতকাল মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের এক্সে (সাবেক টুইটার) এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওই বিবৃতিতে বলেছে, রাজনৈতিক বিশ্বাসের কারণে মানুষের ওপর আক্রমণ করাটা তাদের মতপ্রকাশের স্বাধীনতা ও সভা-সমিতি-সংগঠন করার অধিকারের লঙ্ঘন।
বাংলাদেশ কর্তৃপক্ষকে রাজনৈতিক-সংশ্লিষ্টতা নির্বিশেষে সব মানুষের এই অধিকারগুলো রক্ষা ও প্রতিপালনে পদক্ষেপ নিতে হবে বলেও দাবি জানিয়েছে সংস্থাটি।
তারা এ ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার কথা বলেছে।
সূত্র: কালের কণ্ঠ