বুধবার , ১৩ নভেম্বর ২০২৪ | ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

যেভাবে বাবা শচীনকে ছাপিয়ে নতুন মাইলফলকে অর্জুন

Paris
নভেম্বর ১৩, ২০২৪ ৯:০০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মুম্বাইতে নিজেকে মেলে ধরতে পারছিলেন না ভারতের তারকা ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন। সেখানে অবশ্য প্রতিযোগিতা অনেক বেশি। তাইতো তিনি গোয়ায় নাম লেখান। সেখানে গিয়ে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন। নিজেকে মেলেও ধরছেন।

এরই ধারাবাহিকতায় বুধবার ক্যারিয়ারে প্রথমবার তুলে নিয়েছেন ফাইফার। রঞ্জি ট্রফিতে অরুণাচলের বিপক্ষের ম্যাচে ৯ ওভার বল করে ৩ মেডেনসহ মাত্র ২৫ রান দিয়ে ৫টি উইকেট নেন অর্জুন। তার বোলিং তোপে প্রথম ইনিংসে অরুণাচল অলআউট হয়ে যায় মাত্র ৮৪ রানে।

জবাবে ব্যাট করতে নেমে কাশ্যপ বাখেলের অপরাজিত ১৭৯ ও স্নেহালের অপরাজিত ১৪৬ রানের ইনিংসে ভর করে ২ উইকেট হারিয়ে ৪১৪ রান তুলে প্রথম দিন শেষ করেছে গোয়া। প্রথম দিনেই তারা লিড নিয়েছে ৩৮০ রানের।

প্রথমবার ফাইফার অর্জনের মধ্য দিয়ে বাবাকে ছাপিয়ে নতুন এক মাইলফলক ছুঁয়েছেন অর্জুন। শচীন টেন্ডুলকার তার দীর্ঘ সময়ের প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৩১০টি ম্যাচ খেলেছেন। রান করেছেন ২৫ হাজারের বেশি। সেঞ্চুরি রয়েছে ৮১টি। বল হাতেও নিয়েছেন ৭১টি উইকেট। কিন্তু শচীন তার প্রথম শ্রেণির ক্যারিয়ারে কখনও ফাইফারের স্বাদ পাননি। সর্বোচ্চ পেয়েছিলেন ১০ রানের বিনিময়ে ৩ উইকেট। সেখানে বাবাকে পেছনে ফেলে ফাইফারের স্বাদ নিলেন অর্জুন। সঙ্গে তো রয়েছে একটি সেঞ্চুরিও। ফাইফার ও সেঞ্চুরির রেকর্ড নেই শচীনের। যেটা তার ছেলে গড়েছেন। ১৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে অর্জুনের ঝুলিতে রয়েছে ৩২ উইকেট ও ৫৩২ রান।

আইপিএলের নিলামকে সামনে রেখে অর্জুনের ফাইফার নিঃসন্দেহে তার প্রতি র্ফ্যাঞ্চাইজিদের আগ্রহ বাড়াবে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন