সোমবার , ১১ নভেম্বর ২০২৪ | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে লাঞ্ছিত করলেন দুই কর্মকর্তা

Paris
নভেম্বর ১১, ২০২৪ ১০:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ডক্টর অলীউল আলম ও সচিব অধ্যাপক হুমায়ুন কবিরকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বোর্ডের দুই কর্মকর্তা  সোমবার দুপুরে শিক্ষাবোর্ড ভবনে এ ঘটনা ঘটান বলেও অভিযোগ উঠেছে। এ নিয়ে শিক্ষা বোর্ডের চরম উত্তেজনক বিরাজ করে।

রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. অলীউল আলম জানান, একজন সেবা গ্রহীতার সাথে প্রতারণার মাধ্যমে বিবাহবহির্ভূত সম্পর্ক স্থাপন, দুর্নীতি ও অনিয়মসহ কয়েকটি অভিযোগে উপপরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিমের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। এর প্রেক্ষিতে তার ওপর এ হামলা হয়।

অলীউল আলম আরও জানান, সেই সিদ্ধান্ত পাল্টে দেওয়ার জন্য অভিযুক্ত দুই কর্মকর্তা শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিম ও সহকারী হিসাবরক্ষণ অফিসার আমিনুল করিম স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে প্রথমে তার কক্ষে এবং পরে সচিবের কক্ষে হামলা চালিয়ে তাদের লাঞ্ছিত করে। পরে পুলিশ, সেনাবাহিনী ও শিক্ষাবোর্ডের অন্য কর্মকর্তা-কর্মচারীদে প্রতিরোধের মুখে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

এ ঘটনায় ওই দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হযেছে। এছাড়াও দুই কর্মকর্তাসহ অজ্ঞাত ৩০ জনকে আসামি করে নগরীর রাজপাড়া থানায় মামলা করা হয়েছে।

স.আর

সর্বশেষ - রাজশাহীর খবর