সোমবার , ১১ নভেম্বর ২০২৪ | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ঢাকায় বাস চলতে হলে যুক্ত হতে হবে নগর পরিবহণে

Paris
নভেম্বর ১১, ২০২৪ ৪:৩৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকায় বাস চলতে হলে যুক্ত হতে হবে নগর পরিবহণে
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বহু আগে উদ্যোগ নেওয়া নগর পরিবহণ আবারও ফিরিয়ে আনা হচ্ছে। তাই ঢাকার সড়কে যেকোনো বাস চলতে হলে ঢাকা নগর পরিবহণের আওতায় আসতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও কমিটির সভাপতি নজরুল ইসলাম।

সোমবার (১১ নভেম্বর) বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৯তম সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

মহানগরীতে গণপরিবহণে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৯তম সভা ডিএসসিতে অনুষ্ঠিত হয়।

ঢাকায় গণপরিবহণ চলতে হলে নগর পরিবহনের আওতায় চলতে হবে বলে জানান তিনি।

বাসগুলো কীভাবে চলবে সে বিষয়ে নজরুল বলেন, আমরা ছোট (১০-১২ জনের) একটি কমিটি করার সিদ্ধান্ত নিয়েছি। এই কমিটি বিজনেস মডেল এবং বাসগুলো কীভাবে চলবে সেই বিষয়ে রূপরেখা তৈরি করবে। আমরা আগামী ১১ ডিসেম্বর আবার সভা করব।

নজরুল ইসলাম বলেন, আমরা ঢাকার ৪২টি রুটের কোম্পানিগুলোর বাস নগর পরিবহণ নামেই অপারেট করবো। এক্ষেত্রে কোম্পানিগুলোকে বিভিন্ন যোগ্যতায় বিবেচনা করে নির্বাচন করা হবে।

প্রশাসক আরও বলেন, আমরা রাজধানীতে গণপরিবহণ পরিচালনার জন্য নগর পরিবহণের আওতায় আসতে আবেদন করার নির্দেশনা দিয়েছিলাম। আজ পর্যন্ত ৮০টি বাস কোম্পানি আবেদন করেছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাস কোম্পানিগুলো আবেদন করতে পারবে।