সোমবার , ১১ নভেম্বর ২০২৪ | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শীতের লেপ কম্বল সোয়েটার এবার বের করুন

Paris
নভেম্বর ১১, ২০২৪ ১:০০ অপরাহ্ণ

 

সিল্কসিটি নিউজ ডেস্ক:

কনকনে ঠান্ডার পড়তে আরও কয়েক দিন দেরি আছে। কিন্তু তার আগে এক বছর আগে তুলে রাখা লেপ কম্বল বের করে ফেলুন। তবে দীর্ঘদিন ধরে তুলে রাখা লেপ-কম্বল ব্যবহার না করার ফলে গন্ধ হয়, ধুলাও পড়ে। ধুলা থেকে হতে পারে যেকোনো সংক্রমণ। তুলে রাখা লেপ, কম্বল, সোয়েটার, মাফলার এবং জ্যাকেট এখন পরিষ্কার করে নিতে হবে।

কাঁথা

শীতে কাঁথা ব্যবহারের আগে সেগুলো ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিন। এমনিতে কাঁথা পরিষ্কার করা কষ্টকর। সারাবছর যে ডিটারজেন্ট ব্যবহার করেন তা পানিতে দিয়ে কাঁথা ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। তারপর ধুয়ে নিন।

লেপ-কম্বল

তুলার লেপ পানি দিয়ে ধোয়া বা ড্রাই ওয়াশ করা যায় না। লেপ বের করে রোদে দিন। কিছুক্ষণ এক পিঠে রোদ লাগার পর উল্টে দিন। তবে লেপের কভার আলাদা করে ধুতে হবে। লেপ পরিষ্কার না থাকলে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা বেশি। কম্বল একইভাবে রোদে দেওয়া যায়। তবে তুলা দিয়ে তৈরি না হলে কম্বল আলাদা করে কাচতে পারেন। শ্যাম্পু মেশানো পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে নিন। তবে কম্বলের ওজন বেশি হলে পানিতে ভেজালে তা আরও ভারী হয়ে যাবে। সেক্ষেত্রে লন্ড্রিতেও দিতে পারেন।

সোয়েটার-মাফলার-জ্যাকেট

উলের তৈরি যেকোনো গরম কাপড় বাড়িতেই কেচে ফেলুন। একটানা উলের জিনিস ব্যবহার করলে ত্বকে নানা ধরনের অ্যালার্জি হতে পারে। তাই শীতবস্ত্রের যত্ন নিন। শীতবস্ত্র কাচার জন্য বিশেষ ডিটারজেন্ট বাজারে পাওয়া যায়। সেগুলো ব্যবহার করুন। ফোমের জ্যাকেটও এভাবেই কেচে ফেলতে পারেন। তবে শীতবস্ত্র ইস্ত্রি করতে চাইলে সতর্কতার সঙ্গে করতে হবে।

কাচার পর খুব বেশি কড়া রোদে দেবেন না শীতবস্ত্র। রোদের তেজ কম থাকে এমন জায়গাতে সেগুলো মেলে দিন। এতে রঙ চটে না। তবে লেদার জ্যাকেট বাড়িতে পরিষ্কার না করে লন্ড্রিতে দিন।