শুক্রবার , ৮ নভেম্বর ২০২৪ | ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

হোয়াইট হাউসের প্রথম নারী কর্মী সুসি উইলস

Paris
নভেম্বর ৮, ২০২৪ ১১:০৬ পূর্বাহ্ণ

সুমাইয়া কবির, (ওয়াশিংটন ডিসি) যুক্তরাষ্ট্র থেকে:

হোয়াইট হাউসের প্রথম নারী কর্মী হিসেবে সুসি উইলসের নাম ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ৪৭ তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৫ই নভেম্বর হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে যুক্ত্ররাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় আসার পরপরই হোয়াইট হাউসের প্রধান কর্মী হিসেবে যাকে তিনি মনোনীত করেছেন তিনি আর অন্য কেউ নন, তার নির্বাচনী প্রচারণায় প্রভাবশালী ভূমিকা রাখা সুসি উইলস।

সুসি উইলসকে ট্রাম্পের নির্বাচিনী প্রচারণার সফলতার সবটুকু কৃতিত্ব দেয়া হয়ে থাকে। নব নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এর নির্বাচনী প্রচারণার ভেতর এবং বাহিরের সকল ব্যাপারেই ছিল সুসির নিগুড় পর্যাবেক্ষণ। সুসিকে ব্যাপকভাবে কৃতিত্ব দেয়া হয়েছে তার সুশৃঙ্খল নির্বাচনিমী প্রচারণার জন্য। এর জন্য তার অবস্থান ছিল সব থেকে শীর্ষে।

তবে বরাবরই লাইমলাইটের আড়ালে থেকেছেন সুসি। সেই ধারাবাহিকতায় বুধবার সকালে ডোনাল্ড ট্রাম্প যখন তার বিজয় উদযাপন করছিলেন, তখন সবার সামনে কথা বলতে অস্মমতি জানান সুসি। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম সুসি উইওলসকে তার নির্বাচনী প্রচারণার ম্যানেজার হিসেবে উপাধি দিলেও সুসি এড়িয়ে যান এবং বলেন এ বিজয় মানুষের।

উইলসের ফেদারেল গভার্মেন্টের সাথে কাজ করার অভিজ্ঞতা না থাকলেও আছে প্রেসীডেন্ট নির্বাচনের প্রচারণার অভিজ্ঞতা। নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প এর প্রথম বড় সিধান্ত হল উইলসের নিয়োগ প্রক্রিয়া। এই সিধান্ত তার সামনের প্রসাশনিক গঠন কেমন হতে পারে তার একটি সম্যক ধারনা দিয়ে দিবে। কেননা প্রেসিডেন্ট ট্রাম্পকে খুব দ্রুতই রাষ্ট প্রচালনার জন্য একটি সফল টিম গঠন করতে হবে।
নির্বাচনী প্রচারণায় খুব কম ব্যাক্তিত্ব আছেন যারা কিনা ডোনাল্ড ট্রাম্পের অস্থির আচরণকে নিয়ন্ত্রণ করতে পারেন। উইলস এমন এক বিরল নারী ছিলেন, যিনি ট্রাম্পের অভ্যাসগুলোকে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন। তিরস্কার বা উপদেশ না দিয়ে বরং তার সম্মান অর্জন করে এবং দেখিয়ে যে তার পরামর্শ অনুসরণ করাই ট্রাম্পের জন্য সেরা উপায় ছিল।

ট্রাম্প তার প্রথম মেয়াদকালের প্রশাসনে চার জন কর্মী রেখেছিলেন যাদের মধ্যে একজনকে এক বছরের জন্য অন্তর্র্বতীকালীন দায়িত্বে রাখা হয়েছিল। প্রথম মেয়াদের ট্রাম্প এর প্রশাসন থেকে অনেকেই বাদ পড়ে গিয়েছিলেন, যারা ট্রাম্পকে নিয়ন্ত্রণ করতে চাইতেন বা তাকে কোনোভাবে তাচ্ছিল্য করেছেন।
এক বিবৃতিতে ট্রাম্প বলেন – “সুসি কঠোর পরিশ্রমী, বুদ্ধিমতী, উদ্ভাবনী, এবং সর্বজনবিদিতভাবে প্রশংসিত,”। “যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী চিফ অব স্টাফ হিসেবে তার এই নিয়োগ একটি বড় সম্মান। আমার কোনো সন্দেহ নেই যে তিনি আমাদের দেশকে গর্বিত করবেন।”

সাধারণত সফল চিফ অব স্টাফরা প্রেসীডেন্টের আস্তাভাজন হিসেবে কাজ করেন। এদের প্রধান কাজ হয়ে থাকে প্রেসিডেন্ট এর সকল কাজ সঠিক ভাবে পরিচালনা করতে সহায়তা করা। সেটা হতে পারে রাজনৈতিক, অর্থনৈতিক অথবা নীতিগত কোন সিদ্ধান্ত। প্রেসিডেন্ট কার সাথে কথা বলবেন বা কার সাথে সময় কাটাবেন সে ব্যাপারেও সজাগ দৃষ্টি থাকে এসব কর্মকর্তাদের।

“ দ্যা গেট কিপারস” বইতে ক্রিস হুইপল বলেন, “ একটি কার্যকরি হোয়াইট দাউসের জন্য চিফ অব স্টাফ একেবারেই অপরিহার্য।“ এই বইওটিতে তিনি দেখিয়েছেন একটি প্রেসিডেন্সী কে কিভাবে চিফ স্টাফরা সহযোগিতে করে সফলতার দ্বারপ্রান্তে পৌছাতে। দিন শেষে তাদের প্রধান কাজই হল প্রেসিডেন্টকে সেই সিব ব্যাপারে জানানো বা সেইসব কথা বলা যা কিনা তিনি পছন্দ করবেন না।

ক্রিস হুইপল বলেন “ আশার কথা হচ্ছে সুসি ইতোমধ্যে তার যোগ্যতা দিয়ে প্রমান করেছেন তিনি টাম্প কে সঠিক সময়ে সঠিক পরামর্শ দিতে সক্ষম। তিনি জানেন কিকরে ট্রাম্প এর সাথে কাজ করতে হয়, তাকে কিভবে অপ্রিয় সত্য কথা বলতে হয় যা কিনা খুব গুতুত্বপূর্ন। কিন্তু অসুবিধার দিক হচ্ছে সুসির হোয়াইট সাইসে কাজ করার কোন অভিজ্ঞতা নেই। এবং তিনি ৪০ বছর ধরে ও্যাশিঙ্গটন এ কার্যত কোন কাজ করেননি।

সুসি উইওলস দীর্ঘদিন যাবত ফ্লোরিডাতে একজন সফল রিপাব্লিকান কৌশল্বিদ হিসেবে কাজ করেছেন। তিনি ২০১৬ এবং ২০২০ সালেও টাম্প এর প্রচারনা পরিচালনা করেছেন। এছারাও ২০১৮ সালে ফ্লোরিডার গর্ভনর রন ডেসান্টিসের নির্বাচনি প্রচারনায় সহায়তা করেছিলেন। এর আগে ২০১০ সালে তিনি ফ্লোরিডার গভির্নর পদে রিক স্কটের প্রচারনা পরিচাওলনা করেন এবং খুব অল্প সময়ের জন্য সাবেক গররনর জন হ্যান্টস্মায়নের ২০১২ সালের নির্বাচনি প্রচারনায় সহযোগিতা করেন।

নির্বাচিনী প্রচারণায় উইলসের সহযোদ্ধা হিসেবে কাজ ক্রেন ক্রিস লাইভিটা। তিউনি বলেন –“ আমি অত্যন্ত আনন্দিত এবং গ্ররবিত যে আমি আমার কর্মজীবনে সবচেয়ে কঠোর প্রিশ্রমী এবং বিশ্বস্ত যোদ্ধাদের একজনের সাথে কাজ করার সুযোগ পেয়েছি।“
ট্রাম্পের সহকর্মীরা ওয়াইলসকে এমন একজন হিসেবে দেখতেন, যিনি তার মেজাজ ও আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন, তবে তাকে দমিয়ে না রেখে। প্রচারণার সময় ট্রাম্প প্রায়ই উইলসের কথা উল্লেখ করতেন এবং তাকে তার “সেরা প্রচারনা পরিচালিকা ” বলে প্রকাশ্যে প্রশংসা করতেন।
এই মাসের শুরুর দিকে মিলওয়াকি শহরের এক সমাবেশে ট্রাম্প বলেন – ‘সে অসাধারণ, অসাধারণ।’

 

সর্বশেষ - আন্তর্জাতিক