সিল্কসিটিনিউজ ডেস্ক :
শেয়াররবাজারে লেনদেন কমেছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৫১ কোটি টাকা লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে যা ১৮৮ কোটি টাকা কম। এছাড়া এদিন ডিএসইতে ২৮১টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে দিনশেষে ডিএসইর সূচক কমেছে ১৭ পয়েন্ট। বিশ্লেষকরা বলছেন, বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থাহীনতায় এভাবে উত্থান-পতন হচ্ছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়- ডিএসইতে বুধবার ৩৯৯টি কোম্পানির ২৪ কোটি ২৭ লাখ ৬৮ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৬৫১ কোটি ২০ লাখ টাকা। এরমধ্যে দাম বেড়েছে ৮৫টি কোম্পানির শেয়ারের, কমেছে ২৮১টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর ব্রড আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট কমে ৫ হাজার ৩৪৭ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-৩০ মূল্যসূচক শুন্য দশমিক ১ পয়েন্ট কমে ১ হাজার ৯৬৭ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই শরীয়াহ সূচক দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯২ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসইর বাজারমূলধন আগের দিনের চেয়ে কমে ৬ লাখ ৭২ হাজার কোটি টাকায় নেমে এসেছে।
শীর্ষ দশ কোম্পানি : বুধবার ডিএসইতে যে সব কোম্পানির শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো-ওরিয়ন ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইসলামি ব্যাংক, পদ্মা অয়েল, ফারইস্ট নিটিং, ওরিয়ন ইনফিউশন, গ্রামীণফোন, মিডল্যান্ড ব্যাংক, লঙ্কা বাংলা ফাইন্যান্স এবং র্ব্যাক ব্যাংক। ডিএসইতে বুধবার যে সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো- ওরিয়ন ফার্মা, ফু-ওয়াং ফুড, এসএস স্টিল মিল, ওরিয়ন ইনফিউশন, কে অ্যান্ড কিউ বলপেন, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড, পদ্মা অয়েল, আইসিবি এসেট ম্যানেজমেন্ট কোম্পানির সোনালি ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন লুব্রিকেন্টস এবং মিডল্যান্ড ব্যাংক। অন্যদিকে যে সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ন্যাশনাল টি কোম্পানি, তমিজ উদ্দিন টেক্সটাইল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, প্রাইম ফাইন্যান্স, জিলবাংলা সুগারমিল, সিলভা ফার্মা, গ্রীনডেল্টা মিউচুয়াল ফান্ড এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।
সূত্র: যুগান্তর