সোমবার , ৪ নভেম্বর ২০২৪ | ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আমেরিকায় ১১তম ইসলামী শিল্প উৎসবের আয়োজন

Paris
নভেম্বর ৪, ২০২৪ ৮:২৬ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আমেরিকায় ১১তম শিল্প উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ৯ ও ১০ নভেম্বর টেক্সাসের ইউনিভার্সিটি অব হোস্টনে উৎসবটি অনুষ্ঠিত হবে। ইসলামিক আর্ট সোসাইটি এই শিল্প উৎসবের আয়োজন করেছে। সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রের শিল্পী ও শিল্পপ্রেমীরা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

‘ইসলামী শিল্প উৎসব’ যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও প্রাচীন ইসলামী শিল্পের উৎসব।

দুই দিনব্যাপী শিল্পোৎসবে থাকবে ইসলামী শিল্পকর্মের প্রদর্শনী, চলচ্চিত্র উৎসব, কমেডি শো ও সুফি গানের আয়োজন। আয়োজকরা আশা করছেন, সমগ্র আমেরিকায় ইসলামী শিল্প প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এক দশক যাবৎ শিল্প উৎসবটি আমেরিকার শিল্পী ও শিল্পোমোদীদের দৃষ্টি আকর্ষণ করে আসছে, বিশেষ করে তাদের মধ্যে সংযোগ, সহযোগিতা ও আলাপের সুযোগ করে দিয়েছে।

এটি শিল্পীদের মধ্যে যোগাযোগ তৈরি, সহযোগিতা বৃদ্ধি ও পরস্পরকে অনুপ্রাণিত করার একটি প্ল্যাটফর্মও বটে। এছাড়া, এখানে তরুণ ও শিক্ষানবিশ শিল্পীরা তাদের প্রতিভা বিকাশের সুযোগ লাভ করে।

২০২৪ সালের উৎসবে স্পেনের ‘আল ফিরদাউস এনসেম্বল’ (সাংস্কৃতিক সংগঠন), আমেরিকার বিখ্যাত মুসলিম কমেডিয়ান প্রিচার মোস অংশ নেবেন। উৎসবে আগ্রহীদের জন্য ইসলামী শিল্পকলার ওপর কর্মশালা থাকবে।

উৎসবে ৫০ জন শিল্পীর পাঁচ হাজারেরও বেশি শিল্পকর্ম এতে প্রদর্শন করা হবে। দর্শনার্থীরা তা দেখার ও কেনার সুযোগ পাবে। ফলে তারা বিভিন্ন ধরনের শিল্পকর্ম ও ইসলামী সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে। এ ছাড়া উপস্থিত ক্যালিগ্রাফি তৈরি, মেহেদি দেওয়া, পেইন্টিং করানোর সুযোগ থাকবে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - ধর্ম