সিল্কসিটিনিউজ ডেস্ক :
নিবন্ধিত রাজনৈতিক দলকে সরকারের পক্ষ থেকে বাৎসরিক বাজেট দেওয়ার দাবি করে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলছেন, ‘সাধারণ মানুষকে রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে। কোটি কোটি টাকা খরচ করার ভয়ে সাধারণ জনগণ নির্বাচনে সম্পৃক্ত হতে পারে না। জাতীয় নির্বাচনের আগে সব স্থানীয় নির্বাচন হতে হবে। ২০২৪ এর গণঅভ্যুত্থানের সুযোগ কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই।’
শনিবার (২ নভেম্বর) বিকালে নোয়াখালীর মাইজদীতে ছাত্র-জনতার আত্মত্যাগকে ধারণ করে দুর্নীতি-দুঃশাসন মুক্ত বৈষম্যহীন ও গণতান্ত্রিক দেশ গড়ার লক্ষ্যে আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভিপি নুর বলেন, ‘এক লুটেরা গিয়েছে, যদি আবারও কোনও লুটেরা ক্ষমতায় আসে তাদের ও একই চিত্র দেখতে হবে। আজ যারা আওয়ামী লীগের মতো দখলদারি, চাঁদাবাজি করতে চায়, তারা গণঅধিকার পারিষদকে ভয় পায়।’
তিনি আরও বলেন, ‘ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের জায়গা হবে না। রাজনৈতিক সংস্কার ছাড়া রাষ্ট্রের সংস্কার স্থায়ী হবে না।’
সূত্র: বাংলা ট্রিবিউন