বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মোহনপুর সিএনজি-ভুটভুটির সংঘর্ষে সেনা সদস্যসহ মসজিদের ইমাম নিহত

Paris
অক্টোবর ৩১, ২০২৪ ১১:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলার মোহনপুর সিএনজির সঙ্গে ভুটভুটির সংঘর্ষে সেনা সদস্যসহ মসজিদের এক ইমাম নিহত হয়েছেন। উপজেলার সইপাড়া এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত, পলাশ (২১)। তিনি নওগাঁর মান্দা উপজেলার দাসপাড়া গ্রামের মমতাজুল ইসলামের ছেলে। নিহত অপরজন হলেন, রানীনগর উপজেলার উপর তালিমপুর গ্রামের তোতা হাজির ছেলে ও মসজিদের ইমাম আব্দুল কুদ্দুস(৪০)।

মোহনপুর থানা পুলিশ জানায়, পলাশ ও কুদ্দুস দুজনে  সিএনজি গাড়িতে করে রাজশাহী থেকে নওগাঁর উদ্দেশ্যে রওনা হন।  তাদের বহনকৃত সিএনজিটি বাকশিমইল ইউনিয়নের অন্তর্গত সইপাড়া গ্রামস্থ মেডিকেল গেট হতে অনুমানিক ১০০ গজ উত্তরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভুটভুটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় সিএনজি গাড়িতে থাকা যাত্রী পলাশ এর মাথায়, ডান হাত, মুখ, ডান পায়ে এবং ভিকটিম মোঃ আব্দুল কুদ্দুস এর মাথায়, ডান হাতে গুরুতর রক্তাক্ত যখম প্রাপ্ত হয়। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে যায়। মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দুর্ঘটনার সাথে জড়িত ভুটভুটি চালককে আটক করে।

 

সর্বশেষ - রাজশাহীর খবর