বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

১৫৯ রানে অলআউট হয়ে ফলোঅনে বাংলাদেশ

Paris
অক্টোবর ৩১, ২০২৪ ১:৪০ অপরাহ্ণ

 

সিল্কসিটি নিউজ ডেস্ক:

দ্বিতীয় দিনের তৃতীয় সেশনের শেষ দিকে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এতেই শঙ্কা ছিল ফলোঅনে পড়ার। তৃতীয় দিনের শুরুতেই আরও চার উইকেট হারিয়ে সেই শঙ্কা আরও বাড়িয়ে দেয় টাইগার ব্যাটাররা। দলের এমন বিপর্যয়ের মধ্যেও ব্যাট হাতে একাই লড়াই করেন মুমিনুল হক। তবে ১৫৯ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়েছে বাংলাদেশ। ৪১৬ রানের লিড পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

নাজমুল হোসেন শান্ত ৯, মেহেদী হাসান মিরাজ ১ রান করেন। এছাড়া রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান মুশফিকুর রহিম ও অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন।

এরপর ক্রিজে আসা তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান মুমিনুল। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তিনি। মুমিনুলকে ভালো সঙ্গ দেন তাইজুল। ১০৩ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।

তবে দলীয় ১৫১ রানে ১১২ বলে ৮২ রান আউট হন মুমিনুল। তার বিদায়ের পর দ্রুতই সাজঘরে ফিরে যান তাইজুল। এতে ৪৫ ওভার ২ বলে ১৫৯ রানে অলআউট হয় বাংলাদেশ। ৯৫ বলে ৩০ রান করেন তাইজুল। দক্ষিণ আফ্রিকার পক্ষে কাগিসো রাবাদা নিয়েছেন ৫টি উইকেট।

সর্বশেষ - খেলা