সিল্কসিটিনিউজ ডেস্ক :
বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুরকে (ভিপি নুর) পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) এলাকায় সহযোগিতা করতে বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২২ অক্টোবর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন একটি চিঠি পাঠিয়েছেন। এই চিঠি নিয়ে চলছে নানা আলোচনা। নুরের গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নে। পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে তার নির্বাচন করার গুঞ্জন চলছে দীর্ঘদিন ধরে।
নুরকে সহযোগিতার জন্য কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়ায় ক্ষুব্ধ তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। বুধবার দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গণঅধিকার পরিষদের জনসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ভিপি নুর।
গলাচিপায় নুরসহ নেতাকর্মীরা বিগত সময়ে আওয়ামী লীগের লোকজনের হামলার শিকার হওয়ায় এবার যেন এমন পরিস্থিতি না হয়, সেজন্য কেন্দ্র থেকে বিএনপি চিঠি পাঠিয়েছে বলে মন করছেন বিএনপির কেউ কেউ। তবে দশমিনা উপজেলা বিএনপির তৃণমূলের অধিকাংশ নেতাকর্মী এসব যুক্তি মানতে নারাজ। তারা দলের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানিয়ে ফেসবুকে নানা পোস্ট দিচ্ছেন। দলের সিদ্ধান্তকে ভুল বলে তৃণমূলের নেতারা দলকে এমন সিদ্ধান্ত থেকে ফিরে আসার অনুরোধ জানান।
দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন সৈকত যুগান্তরকে বলেন, তাদের বিদ্যালয়ে ১০ম শ্রেণির টেস্ট পরীক্ষা চলমান রয়েছে। পরীক্ষার সময় নির্ধারিত ছিল দুপুর ১টা থেকে বিকাল ৪টা; কিন্তু ভিপি নুরের জনসভা থাকায় তা পরিবর্তন করে সকাল ১০টা থেকে দুপুর ১টা করা হয়েছে।
দশমিনা উপজেলা বিএনপির সাবেক ১ম যুগ্ন সাধারণ সম্পাদক হাওলাদার মো. ইফতিয়াস উদ্দিন জয় বলেন, কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভিপি নুরকে সহযোগিতার জন্য যে চিঠি দিয়েছেন তা তৃণমূলের জন্য ভুল সিদ্ধান্ত। কারণ জোটবদ্ধ আন্দোলন মানে এই নয় যে চালচুলোবিহীন নেতা ও দলকে বিএনপি জোটবদ্ধ করে প্রতিষ্ঠিত করবে। যার যার যোগ্যতা ও দক্ষতা দিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকায় নিজেকে প্রতিষ্ঠিত করবে। এই মুহূর্তে এসব নেতারা যদি এলাকায় গিয়ে সমাবেশ করে তাহলে ১০-২০ জন লোকও পাবে না।
সূত্র: যুগান্তর