রবিবার , ২৭ অক্টোবর ২০২৪ | ১২ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

দক্ষিণ লেবাননে ৫ ইসরায়েলি সেনা নিহত

Paris
অক্টোবর ২৭, ২০২৪ ১০:২৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরায়েলি সামরিক বাহিনী রবিবার জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের পাঁচজন সেনা নিহত হয়েছেন। এতে ৩০ সেপ্টেম্বর সেখানে স্থল অভিযান শুরুর পর থেকে নিহত ইসরায়েলি সেনা সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে।

এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, সেনারা শনিবার দক্ষিণ লেবাননে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে এক নজিরবিহীন হামলা চালায়।

সেই হামলার জবাবে ইসরায়েল হামাসকে নির্মূল করার প্রতিশ্রুতি দিয়ে গাজা উপত্যকাজুড়ে যুদ্ধ শুরু করে। পরের দিন ৮ অক্টোবর হিজবুল্লাহ ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের ওপর রকেট হামলা শুরু করে।
ইসরায়েল গত মাসের শেষ দিকে লেবাননে তাদের বিমান হামলা ব্যাপকভাবে বৃদ্ধি করে। পাশাপাশি দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করে।

সরকারি তথ্য অনুসারে, ইসরায়েল ও লেবাননের এই যুদ্ধে ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে কমপক্ষে এক হাজার ৬১৫ জন নিহত হয়েছে। তবে তথ্যের সীমাবদ্ধতার কারণে প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে।

 

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক